জাগ্রতায় ভজন গেয়ে চালাতেন সংসার, তুমুল ভাইরাল নেহা কক্করের পুরনো ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর (neha kakkar)। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। এখন বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ‍্যে নেহা একজন। প্লেব‍্যাক তো বটেই, নিজের সিঙ্গল অ্যালবামও হিট হচ্ছে তাঁর।

তবে চিরদিন এমনটা ছিল না। প্রথম থেকেই এতটা জনপ্রিয়তা পাননি নেহা। এমনকি নিজের জায়গাটাও তাঁকে বানাতে হয়েছে যথেষ্ট কষ্ট করে। উত্তরাখন্ডের একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নেহা।

তাঁর বাবা পেশায় ছিলেন একজন সিঙারা বিক্রেতা। ছোট থেকেই বিভিন্ন জাগ্রতায় গান গাইতেন নেহা। তিনি বড় হনই জাগ্রতায় গান গেয়ে। নেহার সঙ্গে থাকতেন তাঁর দিদি সোনু কক্কর ও ভাই টনি কক্কর।

এবার ভাইরাল হয়েছে নেহার একটি পুরনো ভিডিও যেখানে তাঁকে দেখা যাচ্ছে জাগ্রতায় ভজন গাইতে। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে নেহার বেশ কম বয়সের ভিডিও এটি। গায়িকার ফ‍্যান ক্লাবের তরফে শেয়ার করা হয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/CGMggkPBig6/?igshid=1bpttxtkqvec1

 

প্রসঙ্গত, গানে নিজের কেরিয়ার বানাতেই উত্তরাখন্ড থেকে মুম্বই পাড়ি দেন নেহা ও তাঁর ভাই টনি কক্কর। একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন নেহা। সেখানে বিজয়ী হন তিনি। এরপরেই শুরু হয় তাঁর গানের কেরিয়ার। বলিউডে সুযোগ পান তিনি।

নেহার প্রথম গান ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ ছবির ‘ধাতিং নাচ’ গানটিতে প্রথম শোনা যায় নেহার কণ্ঠস্বর। এরপর আর তাঁকে পেছন ফিরে তাকাতে হয়নি। পুরোনো গানগুলি নতুন ঢঙে গাইতে যে বেশ পারদর্শী নেহা কক্কর তা সকলেই জানেন।

এবার নতুন জীবনেও প্রবেশ করতে চলেছেন নেহা। রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। দিল্লিতে বসতে চলেছে বিয়ের আসর। তবে করোনার জন‍্য বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক তেমন হবে না বলেই জানা গিয়েছে।

X