বর্ষবরনের রাতে ভাবী বরকে ‘শেষ চুম্বন’ অভিনেত্রীর, ভাইরাল সেই ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই বিয়ে করছেন তিনি। অর্থাৎ ব্যাচেলর জীবন খুব তাড়াতাড়িই শেষ হতে চলেছে। অবশ্য বিয়ে করছেন নিজের দীর্ঘদিনের বন্ধুকেই। তাও ব্যাচেলর জীবন আর বিবাহিত জীবনের মধ্যে পার্থক্য তো রয়েছেই। তাই একটু অন্যভাবে ব্যাচেলর জীবনে ইতি টানা যাক। কথা হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা বিগ বস ১২র প্রতিযোগী নেহা পেন্ডসে। ভাবী স্বামীকে গভীর চুম্বন করেই ব্যাচেলর জীবনে ইতি ও নতুন বছরকে বরন, দুই একসঙ্গে মিটিয়ে ফেললেন তিনি।

বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন নেহা। কারনটা অবশ্যই তাঁর বিয়ে। জানা গিয়েছে, নিজের দীর্ঘদিনের পরিচিত বন্ধুর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। তাই বিয়ের আগে এটা তাঁর শেষ চুম্বন। নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন এই ছবি। ক্যাপশনে ক্যারি ব্র্যাডশ-এর উক্তি উল্লেখ করে লিখেছেন, ‘বিকজ ইটস দ্য লাস্ট সিঙ্গল গার্ল কিস’। অর্থাৎ অবিবাহিত অবস্থায় এটাই শেষ চুম্বন।

https://www.instagram.com/p/B6vz9x-jo3L/?utm_source=ig_web_copy_link

এই চুম্বনের সঙ্গে সঙ্গেই নতুন বছর ২০২০কে স্বাগত জানিয়েছেন নেহা। সেই ক্ষেত্রে বলা যায় তাঁর বর্ষবরনের ধরনটাও একটু ‘হটকে’। অবশ্য তিনি একা নন, এই নতুন বছরে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরাই নিজের জীবনসঙ্গীকে চুম্বনের মাধ্যমে স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। সেই তালিকায় যেমন রয়েছেন টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশন সিং, তেমনই রয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজা।

https://www.instagram.com/p/B6vPpfxFaWP/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6xFGpzgJjA/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন নেহা। কিছুদিন আগেই বাড়িতে তাঁর বিয়ের জন্য অনুষ্ঠিত গ্রহমুখ পূজার ছবি শেয়ার করেছিলেন তিনি। ১৯৯৫ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন নেহা। হিন্দির পাশপাশি মালয়ালম, তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।

X