মদের নেশায় অচেতন পড়া থাকা ব্যক্তিকে কবর দেন পড়শিরা! মূত্রত্যাগ করতে গিয়ে হুঁশ ফেরে মাতালের

বাংলা হান্ট ডেস্ক: আকন্ঠ মদ খেয়ে কার্যত অচেতন হয়ে পড়েন এক যুবক। আর তারপরই তাঁর সাথে নাকি ঘটে যায় শিউরে ওঠার মত এক ঘটনা। যে ঘটনাটির প্রসঙ্গ ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম (Social Media)। জানা গিয়েছে যে, দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (Bolivia) চলা “মাদার আর্থ ফেস্টিভ্যাল”-এ মদ খেয়ে বেহুঁশ হয়ে যান ভিক্টর হুগো মিকা আলভারেজ নামের ওই যুবক। এমতাবস্থায়, তিনি জানিয়েছেন যে, অচেতন হয়ে যাওয়ার পরেই নাকি তাঁকে একটি কফিনে ভরে কবর দিয়ে দেন পড়শিরা।

এদিকে, বছর তিরিশের ওই যুবকের এহেন অভিযোগ শুনে রীতিমতো হুঁশ উড়ে গিয়েছে সবার। এই প্রসঙ্গে আলভারেজ জানিয়েছেন, এল অলটো নামক জায়গায় স্থানীয় এক দেবতার পুজো উপলক্ষ্যে একটি জমায়েত ঘটে। আর সেখানেই ছিল মদ্যপানের ব্যবস্থাও। এমতাবস্থায়, মাত্রাতিরিক্ত মদ খেয়ে বেহুঁশ হয়ে যান আলভারেজ।

এর পাশাপাশি তিনি পুলিশকে আরও জানিয়েছেন যে, বেশ কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর তাঁর মূত্রত্যাগের প্রয়োজন পড়ে। পাশাপাশি, সেই সময়ে ঘুম ভেঙে জেগে ওঠেন তিনি। কিন্তু, চোখ মেলতেই তিনি দেখতে পান যে, একটি সঙ্কীর্ণ অন্ধকার কুঠুরিতে শুয়ে আছেন আলভারেজ। তারপরেই কিছুক্ষণ নড়াচড়া করার পর আলভারেজ বুঝতে পারেন যে, সেটি আসলে একটি কফিন।

NINTCHDBPICT000752833463

যদিও, সেই অবস্থাতেই তিনি কফিনের দরজাটি ভাঙতে সচেষ্ট হন এবং বুঝতে পারেন তাঁর মুখে এসে পড়েছে মাটির দলা। একটা সময়ে বহু কষ্টে সেখান থেকে বেরিয়ে যান আলভারেজ। এদিকে, কোনোমতে সেখান থেকে বেরিয়েই তিনি সোজা পৌঁছে যান পুলিশের কাছে। তাঁর অভিযোগ, পুজো করতে আসা পুণ্যার্থীরাই তাঁকে দেবতার কাছে উৎসর্গ করে দেন। যদিও, পুরো বিষয়টির পরিপ্রেক্ষিতে এখনও যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে প্রশাসন। এমনকি, আলভারেজ নেশার ঘোরে ভুল কিছু বলছেন কিনা সেদিকটিও তদন্ত করছে পুলিশ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর