বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে মানুষ নাজেহাল হয়ে উঠছে, আর এই সংক্রমণের হাত থেকে মানুষ কিছুতেই বাঁচতে পারছে না। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার করোনা (Corona virus) আক্রান্ত এক ব্যক্তিকে জুতোপেটা করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পাটুলিতে (Patuli)।
জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন। কিন্তু বিধি না মেনে ঘর থেকে রাস্তায় বের হচ্ছিল আক্রান্তরের পরিবার, এমনটাই অভিযোগ৷ আর তা ঘিরেই এই ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
সূত্র মারফত জানা গিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে বাইরে বের হতে বাধা দেওয়া হয়। অভিযোগ, তারা কোনও বিধি না মেনে ঘর থেকে বেরোচ্ছিলেন, বাধা দেওয়ার সময় প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিযোগ,বচসার সময় করোনা আক্রান্ত ব্যক্তিকে জুতোপেটাও করা হয়।
এখানে থেমে থাকেনি প্রতিবেশীরা, এমনকি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা মারা হয়। এরপরেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয় করোনা আক্রান্তের পরিবার। অপর পক্ষও অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। প্রতিবেশীদের পাল্টা অভিযোগ,বিধি না মেনে ঘর থেকে বেরোচ্ছিল আক্রান্তর পরিবার। বাধা দেওয়াতেই যাবতীয় সমস্যা।