বাংলাহান্ট ডেস্ক: শুধু রূপ থাকলেই হয় না, বলিউডে জায়গা করতে হলে প্রতিভা এবং ভাগ্য দুই লাগে। নীল নীতিন মুকেশ (Neil Nitin Mukesh) প্রকৃষ্ট উদাহরণ। একটা সময়ে বলিউডের বেশ জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। তবে সম্প্রতি বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
বলিউডে আসল বলে কিছুই নেই। পুরনো, অন্য ভাষার ছবির রিমেক করে করেই চলছে হিন্দি ইন্ডাস্ট্রির। আসল বিষয়বস্তু নিয়ে ছবি বানানোর কোনো সাহসই নেই বলিউডি পরিচালক এবং প্রযোজকদের। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “থ্রিলার ছবির অনেক ধরণের ঘরানা রয়েছে, রাজনৈতিক, ভৌতিক, সাইকোলজিক্যাল। বলিউড সেগুলো নিয়ে কেন ছবি তৈরি করছে না?”
নীল নীতিন মুকেশ বলেন, বলিউড মৌলিক বিষয়বস্তু নিয়ে ছবি বানানোর বদলে রিমেক বানিয়ে বানিয়ে কাজ চালাচ্ছে। অভিনেতা একথা স্বীকার করেন যে বলিউডেও মৌলিক গল্প রয়েছে, কিন্তু কেউ ঝুঁকি নিতে চান না। সবাই সোজা আর নিরাপদ রাস্তাটাই বাছতে ব্যস্ত।
তাঁর মতে, একজন অভিনেতার জনপ্রিয়তার বিচার হয় তাঁর ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে। দর্শকরাও সেভাবেই বাছেন অভিনেতা অভিনেত্রীদের। তাই তিনি সব ধরণের ছবিতে অভিনয় করারই চেষ্টা করেন। তিনি ‘জেল’ এর মতো ছবি যেমন ভালবাসেন, তেমনি প্রেম রতন ধন পায়োর মতো আদ্যন্ত বিনোদন মূলক ছবিও করেন তিনি।
প্রসঙ্গত, বলিউডে হালে পানি না পাওয়ায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি দিয়েছিলেন নীল নীতিন মুকেশ। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি কাঙ্খিত সাফল্য পাইয়ে দিয়েছিল তাঁকে। ২০১৪ সালে তাঁর অভিনীত ছবি কাট্ঠি সুপারহিট হয়। শেষবার তাঁকে দেখা গিয়েছে বাইপাস রোড ছবিতে। যদিও ফ্লপ হয়েছিল সে ছবি। আগামীতে ফিরকি ছবিতে কেকে মেনন, জ্যাকি শ্রফদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নীল।