নেপালের গ্রামে মিলল নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ! সওয়ার ছিলেন ৪ ভারতীয় সহ ২২ যাত্রী

বাংলা হান্ট ডেস্কঃ নেপালের মাঝ আকাশ থেকে আচমকাই এদিন  নিখোঁজ হয়ে যায় তারা এয়ার সংস্থার এক বিমান। চার জন ভারতীয় সহ সর্বমোট 22 জন যাত্রীবাহী বিমানের সাথে এদিন সকালেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এয়ারক্রাফট অথরিটির। গোটা ঘটনা ঘিরে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনাও উঠে আসে। তবে বর্তমানে পাওয়া খবর অনুযায়ী, অবশেষে বিমানটির খোঁজ মিলেছে নেপালেরই এক গ্রামে।

সূত্রের খবর, নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অবশেষে নেপালের মুস্তাংয়ের কোবান গ্রামে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। এই প্রসঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান জানান, “বিমানের পরিস্থিতি সম্পর্কে এখনও সম্পূর্ণভাবে তথ্য সামনে উঠে আসেনি। তবে এই পুরো ঘটনা কি করে হলো, সেটা জানা প্রয়োজন আর সেই কারণেই তদন্ত করা উচিত।”

জানা গিয়েছে, এদিন কোবান গ্রামের বাসিন্দারা এই যাত্রীবাহী বিমানটিকে লামচা নদীর মুখে মনোপাথি হিমালের নিকট ভেঙে পড়তে দেখে এবং এরপর সেনাকে খবর দেওয়া হয়। বর্তমানে সেনাপ্রধান বলেন, “গ্রামবাসীর তরফ থেকে আমাদের খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছি আমরা। এবার উদ্ধারকার্য শুরু করা হবে।”

প্রসঙ্গত, পোখরা থেকে এদিন মোট 22 জন যাত্রীকে নিয়ে জমসনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা এয়ার সংস্থার বিমানটি। সকাল 9 টা 55 মিনিটে টেক অফ করার পরে আচমকাই মাঝ আকাশে গিয়ে এয়ারক্রাফট অথরিটির সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় বিমানটির। যাত্রীদের তালিকায় চার জন ভারতীয়, তিন জন জাপানি নাগরিক এবং বাকিরা নেপালবাসী ছিলো বলেও জানা যায়।

তবে বিমান দুর্ঘটনার আগাম সংকেত মাঝেই এরপর বিমান যাত্রীদের নিরাপত্তার জন্য উঠে পড়ে বসে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক। মুসতাং এবং পোখরাতে প্রাইভেট হেলিকপ্টার পাঠানোর পাশাপাশি সেনাবাহিনীকেও ঘটনাস্থলে পাঠানো হয়। তবে বর্তমানে উদ্ধারকার্য চালানোর পর কি পরিস্থিতি উঠে আসে, সেটাই দেখার।

Sayan Das

সম্পর্কিত খবর