গুণগত মানের প্রশ্নে ১৬ টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে নিষিদ্ধ করল নেপাল! তালিকায় রামদেবের পতঞ্জলিও

বাংলাহান্ট ডেস্ক : ভারতে নাম করা কোম্পানি তারা। বিরাট পরিমাণে বিক্রি তাদের ওষুধের। অথচ তারাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ। এমনই দাবি নেপালের (Nepal) ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের। সম্প্রতি ভারতের পড়শি দেশটি ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে (Indian Pharmaceutical Companies) কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে রামদেবের (Ramdev) দিব্যা ফার্মেসিও (Divya Pharmacy। গোটা ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে অক্ষম সংস্থাগুলি কিভাবে ভারতে চুটিয়ে ব্যবসা করছে, সেই প্রশ্ন উঠে গিয়েছে।

গত ১৮ ডিসেম্বর একটি নোটিস জারি করে নেপালের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (Durg Administration) দফতর। স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির ওষুধ ফিরিয়ে নেন। ওই নোটিশে আরও বলা হয়েছে ওই কোম্পানিগুলির ওষুধ কোনও ভাবেই ভবিষ্যতে নেপালে আমদানি করা যাবে না। গত এপ্রিল ও জুলাই মাসে নেপালের বিশেষজ্ঞরা ভারতে এসে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলির যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখে। নেপাল সরকারের কাছে ওষুধ বিক্রির জন্য আবেদন করেছিল তারা। ওই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করে দেওয়া মানদণ্ড যথাযত ভাবে রক্ষিত হচ্ছে কি না তাই দেখে নিতে চায় নেপালের স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। তার ভিত্তিতেই ১৮ ডিসেম্বরে কালো তালিকা প্রকাশ করা হয় নেপাল সরকার।

নেপাল স্বাস্থ্য দফতরের কালো তালিকা প্রকাশের পরই বেজাশ অস্বস্তিতে পড়েছে একাধিক ভারতীয় কোম্পানি। প্রশ্নের মুখে পড়েছে তাদের ওষুধ উৎপাদনের মান নিয়েও। যার মধ্যে আবার রয়েছে রামদেবের দিব্য ফার্মেসিও। এই দিব্য ফার্মেসিই পতঞ্জলি নামে আমজনতার কাছে পরিচিত। তবে শুধু রামদেবের সংস্থা না। এইসঙ্গে তালিকায় রয়েছে র‌্যাডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরোটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব-সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

শুধুমাত্র ওষুধে নিষেধাজ্ঞা দিয়েই শান্ত হয়নি নেপাল। পাশাপাশি নেপালের স্বাস্থ্য দফতর ১৯ ডিসেম্বর জারি করা একটি নোটিসে ভারতের গ্লোবাল হেলথকেয়ারের ৫০০ মিলি লিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। বিজ্ঞপ্তি জারি করে ওই স্যানিটাইজার তুলে নিতে বলা হয়েছে নেপালের বাজার থেকে। এবার থেকে নেপালে ওই এই ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বিক্রি বা সরবরাহ করা যাবে না। এমনই নির্দেশ নেপাল সরকারের।


Sudipto

সম্পর্কিত খবর