এবার বিহারের এই এলাকাকে নিজের বলে দাবি করল নেপাল, বন্ধ করিয়ে দিলো ভারতের বাঁধ নির্মাণ কাজ!

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চীনের (China) সাথে চলা উত্তেজনার মধ্যে নেপালও (Nepal) চীনের উসকানিতে একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। নেপাল উত্তরাখণ্ডের তিনটি ভারতীয় এলাকায় দাবি করার পর এবার বিহারের পূর্ব চম্পারন জেলার একটি এলাকাকে নিজেদের বলে দাবি করল।

শুধু দাবিই জানায় নি, জেলার ঢাকা ব্লকে লাল বাকিয়া নদীতে বাঁধ নির্মাণের কাজও থামিয়ে দেওয়া করিয়েছে। এবার এই ঘটনা নিয়ে জেলার জেলা শাসক কপিল অশোক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর বিহার সরকারের কাছে তথ্য দিয়ে তৎকাল বিতর্ক থামানোর অনুরোধ জানিয়েছে।

জেলাশাসক জানান, নেপালের আধিকারিকরা বাঁধের শেষ অংশের নির্মাণে আপত্তি জাহির করেছিল। ওই বাঁধ সীমান্তের শেষ বিন্দুর একেবারে পাশে। এরপর তিনি নেপালের আধিকারিকদের সাথে কথাবার্তা বলেন, কিন্তু সমস্যার সমাধান হয় না। আপনাদের জানিয়ে দিই যে, ওই নির্মাণের কিছু অংশ তাদের এলাকার মধ্যে পড়ছে। নেপালের আধিকারিকদের অনুযায়ী, এই বিতর্কিত এলাকা মোতিহারি জেলার হেড কোয়ার্টার থেকে প্রায় ৪৫ কিমি উত্তর-পশ্চিমে ইন্টারন্যাশানাল বর্ডারে অবস্থিত। যদিও এই ইস্যু এর আগেও উঠেছিল, কিন্তু পূর্ব চম্পারনের ডিএম যখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষার দাবি করেন, তখন এই তথ্য সামনে আসে।

উল্লেখ্য, বিহারের জল সংশাধন বিভাগ অনেক আগেই বাঁধ নির্মাণ করেছিল আর বর্ষার আগে প্রতিবছরই এর বাঁধের মেরামত করা হয়। কিন্তু নেপালি আধিকারিকরা এই কাজে এবার আপত্তি জাহির করেছে আর কাজ বন্ধ করিয়ে দিয়েছে। সবথেকে চাঞ্চল্যকর কথা হল, নেপাল এই প্রথমবার এই এলাকাকে নিজেদের বলে দাবি জানিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর