বাংলাহান্ট ডেস্ক: নেপালে গত দুই সপ্তাহ ধরে টানা বর্ষণে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত প্রান গিয়েছে মোট ১০৮ জনের। আহত প্রায় শতাধিক মানুষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রায় ৩৩ জন নিখোঁজ।
গত বৃহস্পতিবার থেকে ভারি বর্ষণে নেপালের বহু এলাকার জলের তলায় চলে গিয়েছে। নেপালের ৭০ টি জেলার মধ্যে প্রায় ৩৬ টি জেলায় বর্ষনের প্রভাব পড়েছে। ভারী বর্ষণে ভূমিধসে সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে।
নেপালে উদ্ধারকার্জে পুলিশের পাশাপাশি নামানো হয়েছে সেনাবাহিনী। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দু-তিন দিনের নেপালে ভারী বর্ষণ হতে পারে। অর্থাৎ এই বিপর্যয় থেকে নেপাল এক্ষুনি মুক্তি পাচ্ছে না।