ফের ভারতের চিন্তা বৃদ্ধি করে বড় নিষেধাজ্ঞা জারি করল নেপাল! বিপাকে সাধারণ মানুষ

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার ভারতের (India) চিন্তা বৃদ্ধি করছে নেপাল (Nepal)। জানা গিয়েছে, নেপালে ভারতীয় মুদ্রার বিনিময়ে জিনিসপত্রের কেনাকাটা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যেই নেপাল সরকার ১০০-র উপরে থাকা মুদ্রাকে নিষিদ্ধ করেছে। যার কারণে নেপালে কেনাকাটা করতে যাওয়া ভারতীয়দের রীতিমতো খালি হাতে ফিরতে হচ্ছে। এদিকে, নেপালের এহেন পরিবর্তিত আচরণের জেরে উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরাগড় জেলার সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পাশাপাশি, তাঁরা জানিয়েছেন যে নেপালে বছরের পর বছর ধরে ভারতীয় মুদ্রায় কেনাকাটা করা গেলেও এখন নেপালের ব্যবসায়ীদের আচরণের পরিবর্তনে তাঁরা রীতিমতো বিষ্মিত। সেখানকার বাজারে বর্তমানে ভারতীয় টাকা নিচ্ছেন না ব্যবসায়ীরা। আপাতত নেপালে ১০০-র উপরে ভারতীয় টাকা নিষিদ্ধ হয়ে রয়েছে। ২০২০-২১ সালে এই বিষয়ে একটি আদেশ পাশ করা হয়েছিল।

এমতাবস্থায়, সেই বিল এখন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। যার কারণে নেপালি ব্যবসায়ীরা ভারতীয় মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করছেন। এদিকে, এর পেছনে রাজনৈতিক কারণও রয়েছে মনে করা হচ্ছে। মূলত, নেপালের বর্তমান সরকার বাজারে শুধু নেপালি মুদ্রার প্রচার করতে চায়। এর পরিপ্রেক্ষিতে নেপাল সরকার বাজারে বড় নোট নিষিদ্ধ করেছে। এমনকি, যাঁরা কারেন্সি এক্সচেঞ্জ করছেন তাঁদের কমিশনও দিতে হচ্ছে। এর আগে নেপালি মুদ্রাকে ভারতীয় মুদ্রায় রূপান্তরের জন্য কমিশন দিতে হতো। কিন্তু এখন তা পুরোপুরি পাল্টে গিয়েছে।

এই সমস্যার কারণে শুধু ভারতীয় পর্যটকরাই নয় পাশাপাশি সীমান্তে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং ভারতে কর্মসংস্থানের জন্য আসা লক্ষ লক্ষ নেপালি নাগরিকও সমস্যায় পড়েছেন। এই প্রসঙ্গে নেপালের ফার-ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্থনীতিবিদ সুরেশ ভান্ডারি জানিয়েছেন যে, নেপালের বাজারে ভারতীয় মুদ্রা গত ছয় মাস ধরে দুর্বল অবস্থায় রয়েছে। এমনকি, কারেন্সি এক্সচেঞ্জের সময়েও এই ঘটনা পরিলক্ষিত হয়েছে। আগে ৫০০ টাকার পরিবর্তে নেপালের ৮০০ টাকা পাওয়া যেত। যা এখন ৭০০ টাকা হয়েছে।

whatsapp image 2023 03 04 at 1.36.02 pm

এদিকে, এই ঘটনার জেরে সীমান্তবর্তী জেলায় কর্মসংস্থানের জন্য আসা নেপালি শ্রমিকরাও চিন্তিত হয়ে পড়েছেন। এর আগে তাঁরা নেপালে শুধুমাত্র ভারতীয় মুদ্রারই ব্যবহার করতেন। কিন্তু এখন বাজারে এই মুদ্রার প্রচলন কমে আসছে। এমনকি, কোনো ব্যবসায়ী তা গ্রহণ করলেও ভারতীয় মুদ্রায় কম দাম দিচ্ছেন। এমতাবস্থায়, ভারতীয় মুদ্রার মূল্য কম হওয়ার বিষয়টি চিন্তা বাড়িয়েছে। নেপালের অধিকাংশ নাগরিকই কর্মসংস্থানের জন্য ভারতের উপর নির্ভরশীল। জানা গিয়েছে এর আগে নেপালের জুলাঘাটে পাঁচ লক্ষ টাকার বাণিজ্য হতো। যাদের মধ্যে বেশিরভাগ গ্রাহকই হলেন ভারতীয়। কিন্তু নেপালে উচ্চ মূল্যের নোট নিষিদ্ধ হওয়ায় সেই ব্যবসা অনেকটাই কমে গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর