বাংলা হান্ট ডেস্কঃ হিন্দু রাষ্ট্র হওয়ার পথে কি নেপাল? নেপাল সরকারের সিনিয়র মন্ত্রী প্রেম আলে সম্প্রতি দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিকে সমর্থন করেন। পাশাপাশি তিনি বলেছেন, ‘একাধিক জনগণ যদি এর পক্ষে থাকে তাহলে গণভোটের আয়োজন করা যেতে পারে’ নেপালের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রেম আলে কাঠমান্ডুতে একটি সভায় ভাষণ দেওয়ার সময় বলেন যে, ‘নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি ভাবা যেতে পারে।’
খবর অনুযায়ী, মন্ত্রী প্রেম আলে অনুষ্ঠান চলাকালীন বিশ্ব হিন্দু ফেডারেশনের তোলা দাবিতে সাড়া দিয়েছিলেন। কার্যনির্বাহী পরিষদের এই বৈঠকে নেপাল, ভারত, বাংলাদেশ, আমেরিকা, শ্রীলঙ্কা জার্মানি ও ব্রিটেনসহ ১২ টি দেশের বহু প্রতিনিধি অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘যেহেতু বর্তমান সংসদে পাঁচদলীয় জোটের তিন ভাগের দুই ভাগ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ফলে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি গণভোটে করা যায়।’
মন্ত্রী প্রেম আলে বলেন, ‘আমাদের সংবিধান দ্বারা নেপাল হলো একটি ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা যদি হিন্দু রাষ্ট্রের পক্ষে হয় তাহলে কেন নেপালকে ভোটের মাধ্যমে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবেনা?’
সভায় অজয় সিং এর সমর্থনে প্রশ্ন করেন, ‘যদি কিছু দেশকে ইসলামিক দেশ ঘোষণা করা যায়, অন্যান্য বহু দেশকে যদি তাদের সরকার এর দ্বারা খ্রিস্টান বলে ঘোষণা করা যায় তাহলে কেন নেপালকে হিন্দু গণতান্ত্রিক দেশ ঘোষণা করা যাবে না? আমি নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাধেসী দলগুলি আহ্বান জানাই তোমরা নেপালকে হিন্দু জাতি হিসাবে ঘোষণা করতে এগিয়ে এসো।’
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর