বাংলা হান্ট ডেস্ক: করোনার (Covid) পর আসছে আরও এক মহামারী (Pandemic)! চীনে (China) নয়া রহস্যময় নিউমোনিয়া ব্যাপক আকারে ছড়াচ্ছে। ওই দেশের স্কুলগুলিতে দ্রুত এই রোগ ছড়িয়ে পড়ছে। বর্তমানে স্কুলগুলিতে রহস্যময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, এই উদ্বেগজনক পরিস্থিতি কোভিড সঙ্কটের প্রথম দিনগুলির কথা মনে করিয়ে দিচ্ছে। এরই পাশাপাশি নেপালেও (Nepal) সতর্কতা জারি করা হয়েছে, যার ফলে ভারতেও (India) উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন: শীতের ব্যাটিং শুরু! কলকাতায় ১৮ ডিগ্রির ঘরে পারদ, আরও নামবে তাপমাত্রা! কী আপডেট?
উত্তর-পূর্বের বেজিং এবং লিয়াওনিংয়ের হাসপাতালে প্রচুর সংখ্যক শিশু ক্রমাগত একই ধরনের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই রহস্যময় নিউমোনিয়া প্রাদুর্ভাবের কারণে বেশিরভাগ স্কুল বন্ধ (School Closed) করে দেওয়া হয়েছে।
কী কী উপসর্গ রয়েছে?
এই রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ফুসফুসে ফুলে যাওয়া এবং অত্যধিক পরিমাণে জ্বর-সহ অন্যান্য অস্বাভাবিক লক্ষণ দেখা যাচ্ছে। তবে, কাশি এবং ফ্লু, আরএসভি এবং শ্বাসযন্ত্রের রোগ সম্পর্কিত অন্যান্য উপসর্গ সেই শিশুদের মধ্যে দেখা যাচ্ছে না। যদিও এখনও এটিকে মহামারী বলতে রাজি নয় চীন। তবে এটির উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। সরকারের তরফে সবরকমের ব্যবস্থা এবং সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
এই নিয়ে নেপালের ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর রঞ্জন ভাট বলেন, ইনফ্লুয়েঞ্জা, কোভিড এবং রেস্পিরাটারি সিনসিসিয়াল নেপালে ছড়িয়ে পড়া সাধারণ ভাইরাস, যা নিউমোনিয়া সৃষ্টি করে। বিভিন্ন মরসুমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। একই ভাইরাস এবং ব্যাকটেরিয়া উত্তর চীনে নিউমোনিয়ার প্রাদুর্ভাব সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে আমাদের দেশেও সার্বিক পরিস্থিতির উপর নজরে রাখা হচ্ছে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’