দেশ থেকে করোনা দূর না হওয়া পর্যন্ত বেতনের সব টাকা করোনার ফান্ডে দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ নেপালের (nepal) প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি (KP Sharma Oli) ঘোষণা করেছেন যে, যতদিন না দেশ থেকে করোনা সঙ্কট দূর হচ্ছে, ততদিন তিনি একটাকাও বেতন নেবেন না। উনি সম্পূর্ণ বেতন করোনার থেকে দেশকে বাঁচানর জন্য করা ফান্ডে দান করে দেবেন। নেপালি নববর্ষ ২০৭৭ এর শুভকামনা দিয়ে অলি একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন, যদি দেশে করোনা না ছড়িয়ে পড়ত, তাহলে নেপালের জনতা এই উৎসব সম্পূর্ণ উৎসাহের সাথে পালন কোর্ট। কিন্তু এখন গোটা বিশ্ব এই করোনার মহামারীর কারণে সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই কারণে দেশের জনতাকে সাবধানের সাথে চলতে হবে।

corona virus getty

অলি বলেন, নেপাল আর বিশ্বের সমস্ত দেশের থাকা নাগরিকদের নিজেদের সুরক্ষার দিকে নজর দেওয়া উচিৎ। আর যারা করোনায় সংক্রমিত হয়েছেন, তাঁরা নিজের মনোবল বাড়িয়ে এই মহামারীর সাথে মোকাবিলা করুন। উনি নেপালের জনতাকে আশ্বস্ত করেন যে, এই গভীর সঙ্কট যেভাবে দেশের অর্থব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে, সেটির সাথে মোকাবিলা করার জন্য সরকার কার্যকারী যোজনা বানাবে। অলি আশ্বস্ত করেন যে, ওনার যোজনা দেশের অর্থব্যবস্থাকে লাইনে আনার জন্য সফল হবে।

প্রধানমন্ত্রী অলি শর্মা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) মধ্যে নতুন বছরের এই অবসরে ফোনের মাধ্যমে অনেক কথা হয়। মোদী আর অলি ভরসা জাহির করেছেন যে, দুই দেশে এঁকে অপরের সাথে মিলেমিশে কাজ করে এই সঙ্কটের মোকাবিলা করবে। অলি বলেন, নরেন্দ্র মোদীর সাথে ওনার এই আলাপ ইতিবাচক ছিল। এই সঙ্কটের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং প্রয়োজনীয় জিনিষ আদান প্রদানের জন্য দুই জনের সাথে কথা হয়।

modi and oli

দুই দেশের লকডাউনের কারণে জিনিষপত্রের আদান প্রদানে সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু এই সঙ্কটের মধ্যে এই সমস্যার সমাধানের জন্য নতুন পন্থার কথা ভাবা হচ্ছে। নরেন্দ্র মোদী নিজের ট্যুইটের মাধ্যমে নেপালি নাগরিকদের করোনার বিরুদ্ধে বাহাদুরির সাথে লড়ার করার জন্য শুভেচ্ছা জানান। আর উনি এও বলেন যে, ভারত সবসময় তাঁদের সাথে আছে। একমাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অলির মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য রণনীতি বানানোর জন্য সার্থক চর্চা হয়েছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর