ফের হিন্দু রাষ্ট্র হবে নেপাল, প্রাক্তন রাজার নেতৃত্বে চলছে অভিযান! দেশজুড়ে ব্যাপক সাড়া

বাংলা হান্ট ডেস্ক : নেপাল (Nepal) কি আবারও হয়ে উঠতে চলেছে হিন্দু রাষ্ট্র (Hindu State)? তেমন সম্ভাবনাই জোরদার হয়ে উঠছে সে দেশে। এক জনসভায় নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহও যোগ দিলেন এই দাবিতে। জ্ঞানেন্দ্রর এই পদক্ষেপকে যথেষ্ট প্রতীকী ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে নেপালের ওয়াকিবহাল মহল।

২০০৬ সালে নেপালে রাজতন্ত্রের অবসান হয়। তার বছর দুয়েক পরে ২০০৮ সালে, নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। এবার আরও একবার জোরদার হয়েছে নেপালকে হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে দেওয়ার দাবি। রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। তাঁদের সঙ্গে এবার যোগ দিলেন নেপালের পূর্ব রাজা জ্ঞানেন্দ্রও।

প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল বা প্রচণ্ড নেপালে (Nepal) মাওবাদী যুদ্ধের ২৩ বছর পূর্তি উপলক্ষে সোমবার জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। সাধারণ মানুষ তো বটেই সরকারি জোটের একটা বড়ো অংশের সাংসদরাও এই পদক্ষেপের চরম বিরোধীতা করেছেন। তাঁদের দাবি দুই দশকের এই বিদ্রোহকে কখনওই জনতার যুদ্ধ কখনওই বলা যায় না। এই পরিস্থিতিতে তীব্র হয়ে উঠেছে আন্দোলনের আগুন। হিন্দু রাষ্ট্রের এই আন্দোলনের নেতা দুর্গা প্রাসাই। তিনি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির সরকারে একজন গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন।

nepal 2

এই আন্দোলনেই এবার যোগ দিলেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ। নেপালের কাকরভিটায় শুরু হওয়া এই আন্দোলন শাহর যোগ দেওয়ার পরই অন্য এক মাত্রা পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যদি তিনি কোনও ভাষণ দেননি সভায়। তবু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই আন্দোলনে যোগ দেওয়া গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কয়েকবছর আগে পর্যন্ত নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। ২০০৮ সালে ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতান্ত্রিক দেশ হয়। ২০১৫ সালের নেপাল নতুন সংবিধান আপন করে নেয়। বর্তমানে সেখানে ক্ষমতায় রয়েছে কমিউনিস্ট পার্টি। কিন্তু ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কোনও প্রতিশ্রুতিই পালন করেন নি বলে দেশের মানুষের অভিযোগ।

উল্টে প্রধানমন্ত্রী অত্যাধিক চীন প্রেমের কারণে ভারতের সাথে নেপালের সম্পর্কে ফাটল ধরেছে আর চীন একের পর এক নেপালের জমি অবাধে দখল করে গিয়েছে। এই কারণেই নেপালের জনতা এখন আর সরকারের উপর ভরসা রাখতে পারছে না। আর সেই জন্যই নেপালের রাজধানী কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে হিন্দু রাষ্ট্র ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে নেপালিরা।

Sudipto

সম্পর্কিত খবর