বড় খবরঃ ভারত-নেপাল সীমান্তে গুলি বর্ষণ নেপালি পুলিশের! গুরুতর আহত এক ভারতীয় নাগরিক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) নেপাল (Nepal) সীমান্তে নেপালি পুলিশ (Nepal Police) দ্বারা চালানো গুলিতে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কিষাণগঞ্জ পুলিশ সুপার জানান, নেপাল পুলিশ তিনজন ভারতীয় নাগিরিককে তাক করে গুলি চালায়। নেপালি পুলিশের এই গুলি বর্ষণে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন। আপাতত আহতকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মামলার তদন্তে নেমেছে পুলিশ। আপনাদের জানিয়ে দিই, এটাই প্রথম না যে নেপালি পুলিশ ভারতীয়দের দেখে গুলি চালাল। এর আগেও মাস খানেক আগে নেপালি পুলিশ গুলি চালিয়েছিল। আর সেই গুলিতে এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছিলেন।

X