বাংলা হান্ট ডেস্কঃ নেপালে (Nepal) হেফাজতে থাকা এবং আইসোলেশ ওয়ার্ডে থাকা তিন ভারতীয় মৌলানার রিপোর্ট পজেটিভ এসেছে। এরা তিনজন জালিম মুখিয়ার (Jalim Mukhiya) ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এরা বীরগঞ্জ মহানগর পালিকা ক্ষেত্রের ছপকেয়া জামা মসজিদে লুকিয়ে ছিল। এদের সাথে দিল্লীর জামাতের সম্পর্ক এবং এই তিনজনকে লুকিয়ে রাখার জন্য জালিম মুখিয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনার পর জালিম মুখিয়া পরসা বীরগঞ্জের জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে নিজেকে নির্দোষ বলেছে।
পরসা বীরগঞ্জের এসপি গঙ্গা পন্ত বলেন, এক সপ্তাহ আগে তিন ভারতীয় মৌলানাকে ছপকেয়া জামা মসজিদের লুকিয়ে রাখার খবর পেয়েছিলাম। পুলিশ তাঁদের গেফতার করে আইসোলেশন ওয়ার্ডে শিফট করে দিয়েছিল। এদের রক্তের স্যাম্পেল পরীক্ষা করার জন্য হেতৌড়ার রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়েছিল। রবিবার সেই রিপোর্ট আসে, আর রিপোর্টে করোনা ধরা পড়ে।
পুলিশ জানায়, এবার এদের দিল্লীর তাবলীগ জামাতের সাথে যোগের তদন্ত করা হচ্ছে। জেলার সহায়ক জেলা আধিকারিক ললিত কুমার জানান, ওই তিন ভারতীয় মৌলানাকে নারায়ণী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এরা তিনজন জালিম মুখিয়ার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। জালিম মুখিয়ার সাথে ছপকেয়া জামা মসজিদের প্রশাসনের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
এখন নেপাল পুলিশ তদন্ত করছে যে, ওই তিন ভারতীয় মৌলানাকে ছপকেয়া জামা মসজিদে লুকিয়ে রাখার জন্য জালিম মুখিয়ার ভূমিকা কতটা? এসপি জানান, যদি জালিম মুখিয়ার ভূমিকা প্রমাণিত হয় তাহলে ওনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আপনাদের জানিয়ে দিই, এই জালিম মুখিয়া নামের ব্যাক্তি ভারতে করোনা ভাইরাস ছড়ানোর প্ল্যানে ছিল। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, নেপালের জগন্নাথপুরের বাসিন্দা জালিম মুখিয়া ভারতে করোনা ভাইরাস ছড়ানোর বড় ষড়যন্ত্র কষেছিল। এই তথ্য বিহারের স্বরাষ্ট্র সচিব আমি সুবহানির কাছে পাঠানো হয়। এরপর তিনি মামলার তদন্ত শুরু করান এবং ভারত-নেপাল সীমান্তে সতর্কতা আরও বাড়িয়ে দেন।
জালিম মুখিয়া হাতিয়ারের চোরাচালানকারী বলেই পরিচিত। সে নেপাল বর্ডারে হাতিয়ারের স্মাগলিং করে। শোনা যায় যে, সে নেপালের পরসা জেলায় জগন্নাথপুরের মেয়র। এছাড়াও জালিম মুখিয়া নেপালের কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। এমনকি সে মাওবাদী গ্রুপেরও সদস্য ছিল। জাল নোট আর হাতিয়ারের স্মাগলিং করা জালিম মুখিয়া এখন ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে। যদিও জামিল মুখিয়া এই সমস্ত অভিযোগকে তাঁর বিরুদ্ধে চক্রান্ত বলে আখ্যা দিয়েছে।