শ্রদ্ধা কাণ্ডের ছায়া জয়পুরে! পিসিকে খুন করে পাথর কাটার যন্ত্র দিয়ে দেহ ১০ টুকরো করল ভাইপো

বাংলাহান্ট ডেস্ক: ঠিক যেন দিল্লির ঘটনার পুনরাবৃত্তি! নিজের লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরোতে কেটেছিল আফতাব পুনাওয়ালা। এরপর দেহাংশগুলি দিল্লির নানা প্রান্তে পুঁতে দিয়ে এসেছিল। এই ঘটনা সামনে আসার পর চমকে উঠেছিল গোটা দেশ। এ বার তেমনই আরও একটি ঘটনা সামনে এসেছে।

এ বার রাজস্থানের জয়পুরে (Jaipur Murder Case) নিজের বিধবা পিসিকে হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করে মার্বেল পাথর কাটার যন্ত্র দিয়ে তাঁর দেহ ১০ টুকরো করল ভাইপো। এরপর আফতাবের কায়দাতেই জঙ্গলের বিভিন্ন জায়গায় সেই টুকরোগুলি ফেলে দিল সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ভাইপো অনুজ শর্মা ওরফে অচিন্ত্য গোবিন্দদাসকে গ্রেফতার করেছে। 

জঙ্গল থেকে নিহত মহিলার দেহের কিছু অংশও উদ্ধার করা হয়েছে। তাঁর বাকি দেহাংশের খোঁজ করছে পুলিশ। ঘটনাটি জয়পুরের বিদ্যাধরনগরের লালপুরিয়া অ্যাপার্টমেন্টে ঘটেছে। অভিযোগ, গত ১১ ডিসেম্বর ৬৪ বছর বয়সি পিসি সরোজ শর্মাকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করে অনুজ। 

এরপর বাথরুমে একটি মার্বেল পাথর কাটার যন্ত্র দিয়ে তাঁর দেহের ১০টি টুকরো করে। এরপর জঙ্গলের বিভিন্ন অংশে সেগুলি ফেলে দেয়। পুলিশ যাতে তাঁকে সন্দেহ না করে, তাই সে নিজেই থানায় গিয়ে পিসির নামে একটি নিখোঁজ ডায়েরি করে আসে। কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হয়নি।

Jaipur Murder Case

নিহত মহিলার মেয়ে পূজা অনুজকে রান্নাঘরের রক্তের দাগ সাফ করতে ধরে ফেলেন। এরপর তিনি থানায় গিয়ে অনুজের নামে খুনের অভিযোগ দায়ের করেন। তারপরেই অনুজকে গ্রেফতার করে পুলিশ। জয়পুরের সহকারী পুলিশ কমিশনার প্যারিস দেশমুখ জানান, সরোজের স্বামীর মৃত্যুর পর অনুজই তাঁর দেখাশোনা করত।

অনুজের সমস্ত খরচ দিতেন সরোজ। নিহত সরোজ শর্মার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে বিদেশে থাকেন। সূত্রের খবর, পিসি সরোজ অনুজের প্রতিদিনের জীবনে হস্তক্ষেপ করতেন। যা নিয়ে দু’জনের মধ্যে বচসা হত। স্নাতক শেষ করার পর অনুজ ‘হরে কৃষ্ণ আন্দোলন’ একটি আধ্যাত্মিক শোভাযাত্রায় যোগ দিতে চায়।

Jaipur Murder Case

গত ১১ ডিসেম্বর তাকে দিল্লির উদ্দেশ্যে বেরোতে হত। কিন্তু অনুজের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিলেন পিসি সরোজ। এর ফলে দু’জনের মধ্যে বচসা হয় এবং রাগের মাথায় পিসিকে খুন করে সে। এরপর একটি হার্ডওয়্যারের দোকান থেকে মার্বেল পাথর কাটার যন্ত্র কিনে সরোজের দেহের ১০টি টুকরো করে। 

একটি স্যুটকেস ও বালতি করে দেহাংশ গুলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় অনুজ। দিল্লি রোডের জঙ্গলের বিভিন্ন অংশে দেহাংশগুলি ফেলতে ফেলতে যায় সে। পুলিশ ইতিমধ্যেই খুনের অস্ত্র উদ্ধার করেছে। সরোজের বাকি দেহাংশের খোঁজে জঙ্গলে তল্লাসি চালানো হচ্ছে।

Subhraroop

সম্পর্কিত খবর