বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির জেরে গিয়েছে SSC ২০১৬ সালের প্রায় ২৬০০০ চাকরি (SSC Recruitment Scam)। সকলে এখন তাকিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর দিকে। আজ, সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সংগঠনের সভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২টা ১৫ নাগাদ মমতার আসার কথা চাকরিহারাদের বৈঠকে। তবে তার আগেই স্টেডিয়ামের সামনে ছড়াল তুমুল উত্তেজনা।
পাস নিয়ে তুলকালাম! SSC Recruitment Scam
অভিযোগ, এদিন চাকরিহারাদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে চাইলে তাদের কাছে পাস না থাকায় তাদের আটকে দেয় পুলিশ। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা। কিসের পাস? যাদের কাছে পাস রয়েছে তাদের কথায়, নবান্নের অনুমোদনে ওএমআর শিটের কপি যাচাই করে এই পাস দেওয়া হয়েছে।
দাবি, যাদের পাস আছে তারা ‘যোগ্য’ যাদের কাছে পাস নেই তারা ‘অযোগ্য’।
সূত্রের খবর, রবিবার গোটা দিন ধরে চলে পাস বিতরণ। কে এই পাস কে জারি করেছে তা স্পষ্ট নয়। না আছে তাতে কারও নাম। পাস যারা পায়নি তাদের অভিযোগ, এই পাস নিয়ে ফের দুর্নীতি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের অন্ধকারে পাস চুরি হয়ে গিয়েছে। বিক্রি হয়েছে চড়া দামে। কারও অভিযোগ, ৫০০ টাকার বিনিময়ে পাস বিক্রি হয়েছে।
আরও পড়ুন: মমতার আশ্বাসের পরই বড় পদক্ষেপ পর্ষদের! রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! Treasure NFT-তে বিনিয়োগ করলেই হবে বিপদ, সাবধান করে কী জানাল পশ্চিমবঙ্গ পুলিশ?
কী লেখা সেই ‘পাস’-এ? যেই পাস নিয়ে এত ধুন্ধুমার তাতে লেখা রয়েছে ‘আমরা যোগ্য’। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে চাকরিহারাদের বসার জায়গাও। কোনও পাস-এ লেখা আছে ‘ফ্লোর’, কোনও পাস-এ আবার বড় বড় করে লেখা রয়েছে গ্যালারি। যাদের পাস আছে তাদের পাস দেখেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে ঢোকায় পুলিশ। তবে সূত্রের খবর, চাকরিহারার সংখ্যা ২৬০০০ হলেও পাস বিতরণ হয়েছে মাত্র ৭৫০০টি।