কৃতি প্রাক্তনীদের তালিকায় অপর্ণা সেনকে রেখে নেতাজিকে বাদ! বিতর্ক বাড়তেই মুখ খুলল প্রেসিডেন্সি

বাংলাহান্ট ডেস্কঃ ২০০ বছর পূর্তির অনুষ্ঠান উপলক্ষ্যে দশ কৃতি প্রাক্তনীদের ছবি দেওয়া এক পোস্টার প্রকাশ করেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। যেখানে নানা মনিষীদের ছবি থাকলেও, এমনকি অপর্ণা সেনের ছবি থাকলেও দেখা গেল না সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) ছবি। আর এই বিষয় নিয়েই শোরগোল পড়ে গেল স্যোশাল মিডিয়ায়। উঠল নিন্দার ঝড়।

এই পোস্টারে সুভাষচন্দ্র বসুর ছবি না থাকলেও, দেখা গেল অপর্ণা সেনের ছবি। আর এই নিয়ে সমালোচনা চরমে উঠল। তৃণমূলের একাংশের মতে, অপর্ণা সেনের মতো বিশিষ্ট মানুষ প্রেসিডেন্সির প্রাক্তনীর তালিকায় অনেকে থাকলেও, তাঁকে কি করে মনীষী তুল্য প্রাক্তনীদের তালিকায় রাখা হল? আর এই তালিকা থেকে কি করেই বা বাদ গেলেন সুভাষচন্দ্র বসু?

   

jhbbvbv

তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া জানিয়েছেন, এক বেসরকারি এজেন্সি এই পোস্টার তৈরির দায়িত্বে ছিলেন। আর এই ভুলটা তাঁদের দিক থেকেই হয়েছে। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয়। তবে এবিষয়ে নবান্নের কাছে মৌখিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনার পেছনে আরও একটি বিষয়ে মাথাচাড়া দিচ্ছে। তা হল, প্রেসিডেন্সিতে পড়ার সময় অধ্যাপক ওটেন ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায়, সেইসময় সেই ঘটনার তীব্র প্রতিবাদ করায় সুভাষচন্দ্র বসুকে বহিস্কার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই কারণেই, এই পোস্টার থেকে তাঁর ছবি বাদ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানারকম অনুষ্ঠানের আয়োজনের কাজকর্ম চলছে। আর এই সময়ই প্রেসিডেন্সির কৃতি প্রাক্তনীদের ছবি থেকে সুভাষচন্দ্র বসুর ছবি বাদ যাওয়ায় কিছুটা নড়েচড়ে বসেছে নবান্ন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর