বাংলাহান্ট ডেস্কঃ নেতাজি সুভাষ চন্দ্র বসু (netaji shubhash chandra bose) সম্পর্কিত একটি মন্তব্য করে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন প্রাক্তন সাংবাদিক অনুজ ধর (anuj dhar)। গত শনিবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি নেতাজির নামে একটি মন্তব্য করার পরই বিতর্কের সৃষ্টি হয়েছে।
প্রাক্তন সাংবাদিক অনুজ ধর নিজের ট্যুইটারে লেখেন, ‘১৯৩৯ সালের এই দিনে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। কিন্তু সিআইএর অস্বীকৃত রেকর্ড অনুসারে জানা যায়, ব্রিটিশদের চাপের কারণেই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় নেতাজি অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হয়, তখন গোপনে তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল’।
This day in 1939, #SubhasChandraBose was elected president of Congress. According to a declassified CIA record, Bose was later ousted from Congress presidency by certain "British influences". At that time, Bose suddenly took ill. Poisoning was suspected. #Netaji125 pic.twitter.com/2wx91I2RfF
— anuj.dhar@axl (@anujdhar) January 29, 2021
প্রাক্তন সাংবাদিক অনুজ ধরের এই ট্যুইট স্যোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। তৎকালীন সময়ে নেতাজির অন্তর্ধানের পর সেইসময়কার কংগ্রেসের হাই কমান্ডের ভূমিকার উপর নানা প্রশ্ন উঠেছিল। তবে এটা ঠিক যে, কংগ্রেসের হরিপুরা অধিবেশনে ১৯৩৮ সালে নেতাজিকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল।
নেতাজির মৃত্যু আজও সকলের কাছে একটা রহস্যের বিষয় হয়ে রয়েছে। স্বরাজের জন্য গণআন্দোলনের সম্পূর্ণ পক্ষে ছিলেন নেতাজি। কিন্তু দলের মধ্যে আবার কেউ কেউ ব্রিটিশদের নিয়ম মানতেও রাজী ছিল। তবে বর্তমান সময়ে প্রাক্তন সাংবাদিক অনুজ ধরের ট্যুইটকে ঘিরে বিতর্ক তুঙ্গে।