বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের স্বাধীনতা দিবসের (Independence Day) দিনই রাজধানীর ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) গ্রানাইট মূর্তি স্থাপনের কথা ছিল। শুধু তাই নয়, নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকীর ঠিক প্রাক্কালে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ইন্ডিয়া গেটে দেশনায়কের মূর্তি স্থাপনের কথা জানিয়েছিলেন। এমতাবস্থায়, সেই মূর্তি নির্মাণ না হওয়া পর্যন্ত একটি “হলোগ্রাম স্ট্যাচু”-র ব্যবস্থা করা হয়।
কিন্তু, নির্ধারিত দিন পেরিয়ে গেলেও নেওয়া হলনা সেই উদ্যোগ। এমতাবস্থায়, কেন্দ্রের এহেন ভূমিকায় অসন্তুষ্ট হয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি, বিজেপি সরকারের প্রতি তীব্র কটাক্ষ করে এই ঘটনায় নেতাজির “অপমান” করা হয়েছে বলেও মনে করেছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ‘‘২১ জানুয়ারি ঘোষণা করা হয় নেতাজির মূর্তি বসানো হবে। নেতাজির ১২৫ তম জন্মবর্ষে ইন্ডিয়া গেটে ওই মূর্তি বসানোর দাবি উঠেছিল সমগ্ৰ দেশজুড়ে। তারপর একটা হলোগ্রাম মূর্তি বসানো হয়েছিল। যদিও তা উধাও হয়ে গেল। দেশের মানুষ মূর্তি বসানোর অপেক্ষা করলেও তা হল না। আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন নেতাজি। এই ঘটনায় নেতাজিকে অপমান করার স্পর্ধা দেখানো হয়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য যে, জানা গিয়েছিল, পূর্বের অমর জওয়ান জ্যোতির পিছনে থাকা বিশাল ছাউনির নিচে ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে মূর্তিটিকে। পাশাপাশি, মূর্তিটি দেখা যাবে রাইসিনা হিলস থেকেও। এই মূর্তিটি তৈরির সাথে যুক্ত রয়েছেন প্রখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়ক। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক অদ্বৈত গদানায়ক ও তাঁর দল গ্রানাইট পাথর দ্বারা তৈরি করা এই মূর্তিটির মূল আঙ্গিক তৈরি করেছেন।
পাশাপাশি, কাজ করছেন মূর্তি শিল্পী অরুণ যোগীরাজও। ইতিমধ্যেই জানুয়ারি মাসে অদ্বৈত গদানায়ক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী মূর্তি স্থাপনের ঘোষণা করা মাত্রই এটির কাজ শুরু হয়ে যায়। পাথরের অবয়বে ফুটিয়ে তোলা হবে নেতাজির ঋজু চরিত্রকে। পাশাপাশি, মূর্তিটির মূখমণ্ডল খোদাইয়ের কাজ করবেন অরুণ যোগীরাজ। এদিকে, এই প্রসঙ্গে মূর্তি শিল্পী অরুণ যোগীরাজ জানিয়েছিলেন, স্বাধীনতা দিবসের মধ্যেই শেষ করা হবে এই কাজ।