বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) ধন্যবাদ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। দিল্লীতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পর দূতাবাসের কর্মীদের সুরক্ষা প্রদান করার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলেও জানালেন তিনি।
দিল্লীতে গত শুক্রবার বিকেল ৫ টা নাগাদ ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবাদী হামলার যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোন প্রাণহানী না ঘটলেও, সেখানে অবস্থিত দূতাবাসের কর্মীদের নিরাপত্তা সংস্থাগুলি সুরক্ষা আরো জোরদার করেছে। তদন্তের দায়িত্বে রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
এই ঘটনার পর দূতাবাসের কর্মীদের সুরক্ষা প্রদানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুজনের মধ্যে ফোন মারফত কথা ট্যুইট করে জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্যুইটে তিনি লেখেন, ‘আমার বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। দিল্লীতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের পর ভারতের সুরক্ষা কর্মীরা যেভাবে দূতাবাসের কর্মীদের সুরক্ষা প্রদান করে চলেছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাই’।
Spoke to my friend PM @netanyahu and assured him that the attack near the Israeli Embassy in New Delhi will be fully investigated and perpetrators brought to justice.
— Narendra Modi (@narendramodi) February 1, 2021
তিনি আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার আরও কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের দেশ ওখানে বসবাসকারী ইজরায়েলী সদস্যদের দেখভাল করবে। পাশাপাশি আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের পাশে থাকবে’।
এদিকে প্রধানমন্ত্রী মোদী এই ফোনালাপের পর জানিয়েছেন, ‘আমার বন্ধু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে। দিল্লীতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার বিষয়ে সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছি। পাশাপাশি করোনা ভ্যাকসিন নিয়েও কথা হয়েছে দুদেশের মধ্যে’।