বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের মধ্যে বড় বয়ান দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সরাসরি জানান, ‘এখনই শেষ নয়। এই অভিযান চলবে। ওদের শেষ দেখে ছাড়ব।” দুই দেশের সংঘর্ষের মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই বয়ান এটা স্পষ্ট করছে যে, তাঁরা হামাসের বিরুদ্ধে এখনই সংঘর্ষ বিরাম নীতি আপন করছে না।
রবিবার দুই দেশের সংঘর্ষের সপ্তম দিন। রোজই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়ে চলেছে। কখনও হামাস রকেট হামলা করে ইজরায়েলের মনে আতঙ্কের সৃষ্টি করছে, আবার কখনও ইজরায়েল এয়ার স্ট্রাইক করে হামাসের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে। শনিবার ইজরায়েল হামাসের একটি বহুতল বিল্ডিং ধ্বংস করে দেয়। ওই বিল্ডিংয়ে আল জাজিরা সহ বিভিন্ন মিডিয়া গোষ্ঠীর দফতর ছিল বলে জানা গিয়েছে।
যদিও ইজরায়েল দাবি করেছে যে, হামাস ওই বিল্ডিংগুটি সৈন্য গতিবিধি এবং গোপন তথ্য সংগ্রহের জন্য কাজে লাগাত। তাঁরা জানিয়েছে, সৈন্য গতিবিধির জন্য ব্যবহৃত প্রতিটি জিনিষই আমাদের নিশানার মধ্যে পড়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ীই আমরা এই হামলা চালিয়েছি। আর আমাদের এই হামলায় কোনও নাগরিকের ক্ষতি হয় নি। কারণ হামলা চালানোর আগেই আমরা অ্যালার্ট করেছিলাম।
আল জাজিরা বহুতল বিল্ডিং গুঁড়িয়ে দেওয়ার পর রবিবার হামাসের প্রধানের বাড়িতেও হানা দেয় ইজরায়েলি সেনা। সেখানে তুমুল হারে বোমাবাজি করে IDF। তবে সেই মুহূর্তে হামাসের প্রধান বাড়িতে উপস্থিত ছিল কি না জানা যায় নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলের বম্বিংয়ের পর এখনও পর্যন্ত হামাসের প্রধান সামনে আসেনি।
আরেকদিকে, ইজরায়লের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে সৌদি আরব ইসলামিক দেশগুলোর বৈঠক ডেকেছে। বিশ্ব ইসলামিক সংগঠন OIC আগামী ১৮ তারিখ ৫৭টি ইসলামিক কান্ট্রির বিদেশ মন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল মিটিং ডেকেছে। সেখানে বর্তমানে ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে আলোচনা হবে। তবে এতকিছুর মধ্যেও ইজরায়েলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁরা এখনই থামছে না।