বাংলা হান্ট ডেস্কঃ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Benjamin Netanyahu) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফ্রেন্ডশিপ ডে-এর শুভকামনা জানান। আজ রবিবার বিশ্বজুড়ে বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে। আর এই অবসরে ভারতের ইজরায়েলের দূতাবাস এর ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়, যেখানে ভারতকে সম্বোধিত করে ফ্রেন্ডশিপ ডে-এর শুভকামনা জানানো হয়।
ইজরায়েলের দূতাবাসের তরফ থেকে করা ওই ট্যুইটে একটি ৩১ সেকেন্ডের ভিডিও আছে, যেখানে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ভারতের সবথেকে জনপ্রিয় সিনেমা শোলে-এর বিখ্যাত গান ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে” এর ইন্সট্রুমেন্টাল টোন ব্যাবহার করা হয়েছে। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদী আর নেতানইয়াহু এর সফরের ছবি গুলোকে দেওয়া হয়েছে। ট্যুইটে লেখা হয়েছে, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ২০১৯ ইন্ডিয়া, আমাদের বন্ধুত্ব আরও মজবুত হোক আর আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক। ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে…”
Happy #FriendshipDay2019 India!
May our ever strengthening friendship & #growingpartnership touch greater heights.
🔊🎧🎶 ये दोस्ती हम नहीं तोड़ेंगे….. 🇮🇱❤🇮🇳 pic.twitter.com/BQDv8QnFVj— Israel in India (@IsraelinIndia) August 4, 2019
বিগত কয়েক বছর ধরে ভারতের সাথে ইজরায়েলের সম্পর্ক খুবই ভালো হয়ে উঠেছে। অনেক সময় আন্তর্জাতিক মিডিয়াতে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরা হয়। বিগত কয়েক বছরে দুই দেশের আর্থিক, সামরিক, এবং সৈন্য সম্বন্ধ দিন দিন ভালো হয়েছে। আর ২০১৯ এ যখন প্রধানমন্ত্রী দ্বিতীয় বারের জন্য ভারতের লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় হাসিল করেন, তখন আন্তর্জাতিক স্তরে বেঞ্জামিন নেতানইয়াহু ওনাকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন।
নেতানইয়াহু ইজরায়েলে হওয়া ৯ সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে ভারতে আসছেন। ইজরায়েলের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন বেঞ্জামিন নেতানইয়াহু। যদিও সেই সাক্ষাৎ কিছুক্ষণের জন্যই হবে বলে জানা গেছে। এমনকি এবারের নির্বাচনে জয়ের জন্য, নেতানইয়াহু ইজরায়েলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট চাইছেন বলে শোনা যাচ্ছে।