বাংলাহান্ট ডেস্ক: বড়পর্দায় দর্শক নেই। দেশের মধ্যে বক্স অফিসে ১০০ কোটিও তুলতে পারেনি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। আমির খানের (Aamir Khan) আর পাঁচটা ছবি যেখানে সহজেই ১০০ কোটির ঘরে ঢুকে পড়ে, সেখানে লাল সিং চাড্ডা ১২ দিনে মেরেকেটে ৫৬ কোটি তুলতে পেরেছে। মুক্তির পর প্রথম দিনে ১১ কোটি টাকার ব্যবসা করেছিল লাল সিং চাড্ডা। এখন সেই সংগ্রহ এসে পৌঁছেছে মাত্র লক্ষ টাকায়।
বড়পর্দায় আমিরের দৌড় শেষ ইতিমধ্যেই। বেশ কয়েক বছর পর তোড়জোড় করে পর্দায় ফিরেছিলেন তিনি। ইদানিং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা দেখে সেখানকার তারকাদের দিয়ে ছবির প্রচার করিয়েছিলেন আমির। তাঁর ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন তেলুগু তারকা নাগা চৈতন্য।
দর্শক টানতে কোনো কসুর বাকি রাখেননি আমির। লাল সিং চাড্ডা মুক্তির আগে থেকেই বয়কট ট্রেন্ড শুরু হওয়াতে হাতজোড় করে দর্শকদের ছবিটা দেখার জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু তাঁর অনুরোধ ধোপে টেকেনি। এবার আরো এক ধাক্কা খেলেন আমির। বড়পর্দায় লাল সিং এর অবস্থা দেখে OTT মুক্তির জন্য নেটফ্লিক্সও এবার পিছিয়ে দাঁড়িয়েছে।
এখন বড় ছোট মিলিয়ে প্রতিটি ছবিই OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়। বড়সড় দরও হাঁকান ছবি নির্মাতারা। আমিরের লাল সিং চাড্ডার OTT মুক্তির জন্য চুক্তি হয়েছিল নেটফ্লিক্সের সঙ্গে। সূত্রের খবর মানলে, আমির খান ও Viacom লাল সিং এর OTT মুক্তির জন্য ২০০ কোটি টাকা চেয়েছিলেন। সঙ্গে শর্ত রাখা হয়েছিল, বড়পর্দা এবং OTT মুক্তির মাঝে অন্তত তিন মাসের অন্তর থাকতেই হবে।
বড়পর্দায় ছবি ভাল ব্যবসা করবে এমনটা আশা করেই এই শর্ত দিয়েছিলেন আমির। কিন্তু এখন দেখা যাচ্ছে, এক মাসের আগেই ব্যবসা গোটাতে হচ্ছে লাল সিং চাড্ডাকে। কিন্তু যা ক্ষতি হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কারণ বড়পর্দায় আমিরের ছবির করুণ অবস্থা দেখে চুক্তি বাতিল করেছে নেটফ্লিক্স।
বড়পর্দায় এমনিতেই অনেকে বয়কট করেছে লাল সিং চাড্ডাকে। হল মালিকরা কার্যত মাছি তাড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে যদি আরো তিন মাস পরে ছবিটি OTT তে মুক্তি পায় তবে তা কে দেখবে? শুধু নেটফ্লিক্সই নয়, অন্যান্য OTT প্ল্যাটফর্মগুলিও নাকি লাল সিং চাড্ডার সঙ্গে চুক্তি করতে রাজি হচ্ছে না।