গ্যাকপো, ক্লাসেনের গোলে বিপজ্জনক সেনেগালকে কোনওক্রমে হারালো নেদারল্যান্ডস

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াই, প্রচুর সুযোগ তৈরি করেও লাভ হলো না। কোথাও গিয়ে সাদিও মানের অনুপস্থিতিতে ভালো মতোই ভুগলো সেনেগাল। তাই দাপট দেখিয়ে খেলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের জ্বালা সহ্য করতে হলো কালিদাউ কুলিবালীর সেনেগালকে। আফ্রিকার দলটিকে হারিয়ে প্রথম রাউন্ডের শেষে গ্রূপের দ্বিতীয় স্থান অধিকার করলো নেদারল্যান্ডস। ‘এ’ গ্রূপে তাদের সামনে রয়েছে গতকাল কাতারকে ২-০ ফলে হারানো ইকুয়েডর

প্রথমার্ধের প্রথম মিনিট থেকেই দুই দল নিজেদের মনোভাবটা পরিষ্কার করে দেয়। পেন্ডুলামের বল বল এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াত করতে থাকে। নেদারল্যান্ডসের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে সেনেগাল। আফ্রিকার দেশটির আক্রমণ গুলি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল ভার্জিল ভ্যান ডায়েক, ডি লিটের মতো ডিফেন্ডার সমৃদ্ধ ডাচ ডিফেন্সকে। দুই দলই কিছু বিপদজনক মুহূর্ত তৈরি করলেও প্রথমার্ধে কাজের কাজটা করতে পারেননি।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ম্যাচের প্রথম সেভ করার মতো শট দেখা যায় সেনেগালের বউলি দিয়ার পা থেকে। কোনওক্রমে সেই শট বাঁচিয়ে নেদারল্যান্ডসকে রক্ষা করেন নোপার্ট। দ্বিতীয়ার্ধে খেলা খুব ছন্দময় গতিতে না হলেও নেদারল্যান্ডসকে কোণঠাসা করে ফেলে সেনেগাল। তাদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছিলো ডাচ ডিফেন্ডারদের। ৬০ থেকে ৭৫ মিনিটের মধ্যে চারটি পরিবর্তন করেছিলেন সেনেগাল কোচ আলীও সিসে যা আরও চাপে ফেলে দিয়েছিল ডাচদের।

বাধ্য হয়ে ৮০ মিনিটের মাথায় দুটি পরিবর্তন করে ক্লাসেন ও কুপমাইনার্সকে মাঠে আনেন ডাচ কোচ ভ্যান গাল। তারপরেই ডাচদের শিবিরে নতুন এনার্জি জন্ম নেয়। ৮৪ মিনিটে ফ্র্যাঙ্কি ডি জংয়ের ক্রসে ভুল জাজমেন্ট দিয়ে আউটিংয়ে আসতে দেরি করেন সেনেগালের চেলসির হয়ে খেলা তারকা গোলরক্ষক এডুয়ার্ডো মেন্ডি। সেই সুযোগে দুরন্ত হেডারে ম্যাচের প্রথম গোলটি করেন সাম্প্রতিক সময়ের সেরা প্রতিভাবান ডাচ ফুটবলার কোডি গ্যাকপো।

এরপর অনেক চেষ্টা করেও লাভ হয়নি সেনেগালের। গোল পেতেই ম্যাচের গতি কমিয়ে দিতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের শেষ লগ্নে সেনেগালের অল আউট আক্রমণের সুযোগ নিয়ে প্রতিআক্রমণে গোল করে সেনেগালের কফিনে শেষ পেরেক পুঁতে দেন পরিবর্ত হিসাবে নামা ক্লাসেন। ২০১৮ বিশ্বকাপে তারা যোগ্যতা অর্জন করতে পারেননি। প্রথম ম্যাচে ১-০ ফলে জিতে সেই ক্ষততে কিছুটা মলম লাগালো ভ্যান ডায়েকের দল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর