হিজাব পড়ে রাস্তায় চলাফেরা করলেই দিতে হবে জরিমানা

বাংলাহান্ট ডেস্ক: মুখ ঢেকে চলাফেরা করা যাবে না নেদারল্যান্ডের রাস্তায়। এই বছরের ১ আগস্ট থেকেই নেদারল্যান্ডে বোরখা, হিজাব নিষিদ্ধ হতে চলেছে।

ডাচ প্রশাসন এই নতুন আইন পালনের সিদ্ধান্ত নিচ্ছে। জাতীয় সুরক্ষার জন্য প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই হল্যান্ড পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মুখে কে প্রকাশ্য রাস্তায় কেউ চলাফেরা করলে তাকে তৎক্ষণাৎ জরিমানা করতে।

নেদারল্যান্ডসে প্রায় ১ কোটি ৭০ লক্ষ মুসলিম রয়েছে। জাতীয় সুরক্ষার কথা ভেবেই সিদ্ধান্ত নিলেও খুব একটা কড়াকড়ির পথে হাঁটবে না বলে জানিয়েছেন প্রশাসন।

উল্লেখ্য শ্রীলঙ্কা তিউনিসিয়ায় হিজাব বোরখা নিষিদ্ধ করা হয়েছে। বোরখার আড়ালে জঙ্গীরা দেশে ঢুকে পড়ছে বলে অনেকে মনে করছেন। তাই এই বোরখা নিষিদ্ধ করলেও জঙ্গী প্রবণতা কিছুটা কমতে পারে বলে মনে করছেন প্রশাসন।

সম্পর্কিত খবর