বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। বৃষ্টি থেমে যাওয়ার পর ফের মাঠে নেমেছে দুই দল। বৃষ্টির পর ১৩ ওভারের বদলে খেলা কবে দাঁড়ায় নয় ওভারের।নয় ওভারে বাংলাদেশকে তুলতে হবে আরো ৮৫ রান।
ভারত বাংলাদেশ হাইভোল্টেজ মোকাবিলা শুরু হওয়ার আগে আজকে আরো একটি বড় ঘটনা ঘটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। চলতি বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে প্রথম জয় পেয়েছে নেদারল্যান্ডস। যে জিম্বাবোয়ে পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল সেই জিম্বাবোয়কেই হারিয়ে সুপার টুয়েলভে পয়েন্টের খাতা খুলেছে ডাচরা।
ওই ম্যাচে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আফ্রিকার দলটি। কিন্তু শট উইলিয়ামস (২৮) এবং সিকান্দার রাজা (৪০) বাদে আর কোনও জিম্বাবোয়ে ব্যাটারই। দুর্দান্ত বোলিং করেছেন ব্যাস ডি লিড (২/১৪), লোগান ভ্যান বিক (২/১৭), পউল ভ্যান ম্যাকরিনরা (৩/২৯)। তাদের দাপুটে বোলিংয়ের সামনে ১৯.২ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।
এরপর রান তাড়া করতে নেমে শুরুটা আস্তে করলেও ম্যাক্স ও’ডাউডের ৪৭ বলে ৫২ রানের ধৈর্যশীল ইনিংসের ওপর ভর করে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। জিম্বাবোয়ের হয়ে দুটি করে উইকেট তুলেছেন নাগ্রাভা এবং মুজারবাণী।
জিম্বাবোয়ের আজকের এই হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযানও শেষ হয়ে গেল। ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচটি তাদের জন্য কার্যত হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। আজকের ম্যাচটি জিতলে তাদের পয়েন্ট থাকতো ৫। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে তাদের সেমিফাইনালে যাওয়ার বড় সুযোগ তৈরি হতো।