বিশ্বকাপে দ্বিতীয় অঘটন! বরফঘেরা ধর্মশালায় আগুন ঝড়ালেন ডাচরা, পা ফসকালো মিলারদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) শুরুর দিকের কয়েকটি ম্যাচ দেখে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে ভারতের মাটিতে আয়োজিত চলতি বিশ্বকাপ বেশ একঘেঁয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচ খুব কমই হচ্ছে এবারের বিশ্বকাপে। ম্যাচের ফলাফল যেন ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই আন্দাজ করে নেওয়া যাচ্ছে। এই অভিযোগ যারা তুলেছিলেন তাদের চলতি সপ্তাহটা কিছুটা চুপ করিয়ে দেবে। এই সপ্তাহের শুরুতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে ছিল আফগানিস্তান। আর এবার সেই একই কাণ্ড করে দেখালো নেদারল্যান্ডস।

চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে দিলেন ডাচরা। আর আজকে তাদের প্রোটিয়া বধের ব্যাপারে বনভ ভূমিকা নিলেন এক প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ‘রূডলফ ভ্যান ডার মারওয়ি’। ব্যাট হাতে ১৯ বলে ২৯ রানের একটি ক্যামিও খেলার পাশাপাশি বল হাতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা এবং প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করা রাসি ভ্যান ডার ডুসেন-কে ড্রেসিংরুমে ফিরিয়েছেন তিনি।

ধর্মশালার আউটফিল্ড বিতর্কের মাঝেই টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫০ রানে যখন নেদারল্যান্ডস চার উইকেট খুইয়ে বসেছিল তখন অনেকেই ভেবেছিলেন যে তাদের সিদ্ধান্ত একেবারেই সঠিক হয়েছে। কিন্তু মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এখনো অবধি বিশ্বকাপের মঞ্চে খুব একটা ভালো পারফরম্যান্স করতে না পারা ডাচ অধিনায়ক ও উইকেটরক্ষক এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্বলে ওঠেন। ৬৯ বলে আগ্রাসী ব্যাটিং করে ১০টি চার ও ১টি ছক্কা সহ তিনি ৭৮ রানের একটি ইনিংস খেলেন। বৃষ্টির জন্য এদিন খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচ ওভারের বদলে কমে দাঁড়ায় ৪৩ ওভারে। আরিয়ান দত্ত (২৩*) ও ভ্যান মারওয়ি (২৯) আগ্রাসী ব্যাটিং করে স্কোর নিয়ে যান ২৪৫ অবধি।

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারই সেট হয়েছিলেন। কিন্তু ডেভিড মিলার (৪৩) ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তিনি আউট হওয়া মাত্র ম্যাচের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এর আগে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারতে হয়েছিল এই বিরুদ্ধে। আজ বদলা নেওয়ার সুযোগ থাকলেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে দেখলো ক্রিকেট ভক্তরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর