আঙুল উঁচিয়ে আয়াকে ধমকাচ্ছে তৈমুর, ছেলেকে ‘আদর দিয়ে বাঁদর’ বানানোর অভিযোগ করিনার বিরুদ্ধে

   

বাংলাহান্ট ডেস্ক: খুদে তারকা সন্তানদের এখন রমরমা হলেও সোশ্যাল মিডিয়ার প্রথম জনপ্রিয় তারকা সন্তান সম্ভবত তৈমুর আলি খানই (Taimur Ali Khan)। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও সইফ আলি খানের বড় ছেলে জন্মের পর থেকেই সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিল। এখন অবশ্য তার ছোট ভাই এসে গিয়েছে। জনপ্রিয়তাতেও ভাগ বসেছে। কিন্তু এখনো মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে তৈমুর। তবে এখন অভদ্র ব্যবহারের জন্যই বেশি সমালোচিত হয় করিনা পুত্র।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। ভিডিওতে দেখভালের জন্য নিযুক্ত আয়াকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমকাতে দেখা গিয়েছে তৈমুরকে। বাড়ি থেকে বেরোনোর সময়ে আঙুল তুলে আয়াকে সে ইংরেজিতে বলে, “আমাকে একদম ছোঁবে না!”

times when mom kareena kapoor khan scolds son taimur ali khan 1280x720 1

ছেলের সামনে সামনেই হাঁটছিলেন বেবো। ছেলের উদ্ধত চিৎকার শুনেও কোনো হেলদোল দেখা যায়নি তাঁর মধ্যে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটনাগরিকদের একাংশ। একজন প্রশ্ন করেছেন, বাড়িতেও কি কর্মচারীদের সঙ্গে এভাবেই কথা বলেন করিনারা? আঙুল উঁচিয়ে? আরেকজন অভিযোগ করেছেন, ছেলেকে একটুও ভাল শিক্ষা দিতে পারেননি করিনা। উলটে অহংকারী তৈরি হয়েছে তৈমুর।

https://www.instagram.com/tv/CabwLuVKfQi/?utm_medium=copy_link

এমনটা অবশ্য প্রথম নয়। এর আগেও এমন অভিযোগ উঠেছে করিনা তৈমুরের বিরুদ্ধে। করিনা পুত্র নাকি যত বড় হচ্ছে ততই অভদ্র হয়ে উঠছে। তৈমুর যত বড় হচ্ছে ততই যেন বাড়ছে তার ক‍্যামেরা বিরক্তি। ছোটবেলায় পাপারাৎজি দেখলেই ক‍্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যেত তারকা পুত্রকে। পাপারাৎজিও বেশ উপভোগ করতেন ব‍্যাপারটা। কিন্তু এখন উলটো হয়ে গিয়েছে বিষয়টা। ক‍্যামেরা দেখলেই তেড়ে যায় তৈমুর। নেটনাগরিকদের বক্তব‍্য, আদর দিয়ে দিয়ে বাঁদর করা হচ্ছে তৈমুরকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর