বাংলা সেরা হতে ‘গাঁটছড়া’কে নকল করছে মিঠাই-ঊর্মি! সোশ‍্যাল মিডিয়ায় অভিযোগ দর্শকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রতি বৃহস্পতিবার টিআরপি নিয়ে লড়াই হয় বিভিন্ন চ‍্যানেলের বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ‍্যে। টিআরপির নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে, কে কাকে টপকে বাংলা সেরা হল তা নিয়ে সূক্ষ্ম প্রতিযোগিতা থাকেই। তবে রেষারেষিটা আরো প্রকট হয় সিরিয়ালগুলির ফ‍্যানপেজে। কিছুদিন আগেই যেমন ‘ধুলোকণা’ কিছু অনুরাগী নাম না করে এক সময়ের বাংলা সেরা ‘মিঠাই’কে (Mithai) কটাক্ষ করেছিল। পালটা জবাব দিয়েছিল মিঠাই প্রেমীরা।

এবার আবারো মিঠাইয়ের বিরুদ্ধেই উঠল অভিযোগ। সঙ্গে নাম জুড়েছে ‘এই পথ যদি না শেষ হয়’ এরও। এই দুই সিরিয়াল নাকি ‘গাঁটছড়া’কে (Gantchhora) নকল করছে। এমনি অভিযোগ করে সরব হয়েছে গাঁটছড়ার কয়েকজন অনুরাগী। ব‍্যাপারটা কী?


আসলে অভিযোগ উঠেছে গত কয়েক সপ্তাহ ধরে ‘বাংলা সেরা’ গাঁটছড়া সিরিয়ালের নায়িকা খড়িকে দেখে নাকি নকল করেছে মিঠাই এবং ঊর্মি। বিয়ের পর থেকেই খড়িকে দেখা যাচ্ছে খোলা চুলে ফুল গুঁজে সাজতে। এদিকে সম্প্রতি দোল স্পেশ‍্যাল পর্বে মিঠাইয়ের চুলেও ছিল ফুল গোঁজা। এই পথ যদি না শেষ হয় এর নায়িকা ঊর্মিকেও দেখা গিয়েছে দোলের দিন চুলে ফুল দিয়ে সাজতে।

এরপরেই গাঁটছড়ার কিছু অনুরাগীদের অভিযোগ, বাংলা সেরা সিরিয়ালের নায়িকাকে নকল করছে মিঠাই আর ঊর্মি। এমন অভিযোগ পেয়ে অন‍্য দুই সিরিয়ালের ভক্তরাও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছেন, যখন গাঁটছড়ার ঘোষনা পর্যন্ত হয়নি তখন থেকেই মিঠাই চুলে ফুল গুঁজে সাজত।

এমনকি কয়েকজন দাবি করেছেন, অনেকেই তো চুলে ফুল দিয়ে সাজেন। তাহলে কি বলতে হবে সবাইকে নকল করেছে মিঠাই, ঊর্মি? অভিযোগ পালটা অভিযোগের পালা অবশ‍্য প্রায়ই দেখা যায় ফ‍্যানপেজ গুলিতে। এর আগে একটি অ্যাওয়ার্ড শোতে ‘ধুলোকণা’ অভিনেত্রী মানালি দে সেরার পুরস্কার পাওয়ায় নাম না করে ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে কটাক্ষ করেছিলেন কয়েকজন।

লেখা হয়, ‘৪৪ সপ্তাহ বেঙ্গল টপার হয়ে কী লাভ, যদি সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডটাই না পায়! গাদা গাদা ফলোয়ার থাকলে আর থ‍্যাঙ্কু গোপাল বললেই সেরা অভিনেত্রী হওয়া যায় না রে পাগলা!’ এরপরেই পালটা আক্রমণ শানায় মিঠাই ভক্তরা। অনেকেই দাবি করেন, এই ধরনের পোস্ট শেয়ার করে নিজের নোংরা মানসিকতারই পরিচয় দেওয়া হচ্ছে। মানালি নিঃসন্দেহে দুর্দান্ত অভিনেত্রী। কিন্তু কাউকে শুভেচ্ছা জানাতে গিয়ে অন‍্যকে ছোট করা ঠিক নয়।

সম্পর্কিত খবর

X