না জেনেশুনে ‘মহাগুরু’ মিঠুনের অসুস্থতা নিয়ে পোস্ট, স‍্যান্ডি সাহার উপরে রেগে আগুন নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে সোশ‍্যাল মিডিয়ায় চর্চায় একটাই নাম, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সৌজন‍্যে একটি ভাইরাল ছবি। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় মিঠুনের একটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। অথচ সেটি সাম্প্রতিক সময়ের নাকি পুরনো ছবি তা নিয়ে জল্পনা চলছে। এর মাঝে স‍্যান্ডি সাহার (Sandy Saha) একটি পোস্ট বিতর্কের আগুনে কার্যত ঘৃতাহুতি দিয়েছে।

সোশ‍্যাল মিডিয়ার দৌলতেই পরিচিতি স‍্যান্ডির। বলা বাহুল‍্য, নেটদুনিয়ায় অত‍্যন্ত সক্রিয় থাকেন তিনি। কখনো লাইভে এসে অনুরাগীদের দিয়ে অদ্ভূত সব কাজকর্ম করান, আবার কখনো নিজেই উদ্ভট সেজে ভিডিও বানান। মনোরঞ্জনের জন‍্য সমস্ত সীমা অতিক্রম করতে রাজি স‍্যান্ডি।


তবে এবারে আর খিল্লি নয়, বরং বেশ সিরিয়াস একটি পোস্ট করেছেন ইউটিউবার। মিঠুন চক্রবর্তীর ভাইরাল ছবিটি শেয়ার করে মহাগুরুর দ্রুত আরোগ‍্য কামনা করেছেন তিনি। কিন্তু স‍্যান্ডির পোস্ট নেটিজেনদের একাংশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ছবিটি শেয়ার করে স‍্যান্ডি লিখেছেন, ‘তাঁকে নিয়ে অনেক মিম হয়েছে, এই আমরাই কখনো বলেছি .. ‘ও মিঠুনদা একটু নাচুন না’ কিংবা ‘জাত গোখরো’ কিংবা  ‘নকশাল টু রং দে তু মোহে গেরুয়া’ ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা ধ্রুব সত্যি যে তিনিই জাতীয়স্তরের বাণিজ্যিক সিনেমায় প্রথম ও একমাত্র বাঙালি সুপারস্টার, তিনি মহাগুরু … আজ তিনি অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সেরে উঠুন সুপারস্টার। আপনি ভারতের তথা আমাদের বাঙালীর গর্ব।’

অনেকেই বাহবা দিয়েছেন ইউটিউবারকে, মশকরা না করে সিরিয়াস একটি পোস্ট করার জন‍্য। কিন্তু অনেকে সোজা চোখে দেখেননি এটাকে। তাদের বক্তব‍্য, এই ছবিটি বেশ কিছুদিন আগের। তখন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স‍্যান্ডি না জেনেশুনে এখন কেন শেয়ার করতে গেলেন ছবিটা? এতে ধোঁয়াশা আরো বাড়ছে বলেই দাবি নেটিজেনদের।


সম্প্রতি মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোও জানান, কিডনিতে পাথর হয়েছিল ‘মহাগুরু’র। পেটে ব‍্যথা, জ্বরের মতো সমস‍্যা নিয়ে সম্প্রতি বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। তবে মিমো জানান, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি এবং এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

X