প্রচারের জন‍্য অনুরাগীদের ধোঁকা! বাগদানের নাটক করে নেটিজেনদের রোষের মুখে দেবলীনা ভট্টাচার্য

বাংলাহান্ট ডেস্ক: ‘বিগ বস’এ যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন, শো থেকে বেরোনোর পর একটি মাত্র ভুলে সব খোয়ালেন দেবলীনা ভট্টাচার্য (devoleena bhattacharjee)। বিশাল সিংয়ের সঙ্গে বাগদানের ছবি ও ভিডিও শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রির বন্ধু ও অনুরাগীদের থেকে শুভেচ্ছার বন‍্যায় ভাসার পর দেবলীনা জানালেন, সবটাই ছিল ভাঁওতা!

হ‍্যাঁ, পর্দার ‘গোপী বহু’র কথায় সবটাই ছিল মজা। অনুরাগীদের সঙ্গে নাটক করছিলেন তিনি ও বিশাল। আসলে সবটাই নিজেদের আসন্ন মিউজিক ভিডিওর স্বার্থে করেছেন দেবলীনা বিশাল। প্রচার পাওয়ার জন‍্য বাগদান নিয়েও মজা করতে ছাড়েননি তাঁরা। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

IMG 20220204 201455
অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করেন দেবলীনা ও বিশাল। অভিনেত্রীর হাতে আংটি পরিয়ে হাঁটু মুড়ে বসে প্রোপোজও করেন বিশাল। সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ইটস অফিশিয়াল’। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিগুলি। দেবলীনা বিশালের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করেন নতুন জুটিকে।

https://www.instagram.com/p/CZeQIyFJnxJ/?utm_medium=copy_link

চমকটা আসে তার পরপরই। একটি ভিডিও বার্তায় বিশাল দেবলীনা হাসিমুখে জানান, সবটাই আসলে ‘মজা’ ছিল। তাঁরা একসঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করছেন, যার নাম ‘ইটস অফিশিয়াল’। এই নাটকটা ছিল ওই মিউজিক ভিডিওর প্রচারের জন‍্যই। দেবলীনা বিশাল জানান, তাঁরা শুধুই ভাল বন্ধু। যদি এমন কিছু বিশেষ ঘটে তবে তাঁরা নিশ্চয়ই জানাবেন।

https://www.instagram.com/tv/CZewOMJB4Tx/?utm_medium=copy_link

নেটিজেনদের একাংশের অবশ‍্য এই নাটকটা একেবারেই পছন্দ হয়নি। দেবলীনা বিশালের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অনেকে আবার লিখেছেন, অনুরাগীদের মন ভেঙে দিয়েছেন তারা। মিউজিক ভিডিওর প্রচারের জন‍্য এত বড় ধোঁকাটা না দিলেই চলত না বিশাল দেবলীনার?

উল্লেখ‍্য, এর আগে এমনি মিউজিক ভিডিওর প্রচারের জন‍্য বেবি বাম্প নিয়ে নাটক করেছিলেন সদ‍্য বিবাহিত নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁদেরও। প্রসঙ্গত, বিশাল ও দেবলীনার বন্ধুত্ব সেই ‘সাথ নিভানা সাথিয়া’র সেট থেকে  শুরু হয়। প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায় সময় কাটাতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর