বাংলাহান্ট ডেস্ক: শেষ হচ্ছে না ‘মহাপীঠ তারাপীঠ’ (mahapith tarapith)। স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালকে ঘিরে ওঠা সমস্ত গুঞ্জন নস্যাৎ করে চ্যানেলের তরফ থেকে ঘোষনা করা হয়েছে নতুন টাইম স্লট। কিন্তু তাতে খুশি হওয়ার বদলে আরো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। এর থেকে সিরিয়ালটা শেষ করে দিলেই ভাল হত, দাবি দর্শকদের অধিকাংশের।
আগে রাত দশটায় সম্প্রচারিত হত এই সিরিয়াল। কিন্তু এখন সময় বদলে মহাপীঠ তারাপীঠকে আনা হয়েছে সোজা সকাল ১১ টায়। টাইম স্লটের এই আমূল বদলে ক্ষুব্ধ নেটিজেনদের একটা বড় অংশ। কিন্তু হঠাৎ এমন বদলের কারণ কী? আসলে নতুন দুটি সিরিয়াল আসার জন্যই পিছু হটতে হল পুরনোকে।
কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, শেষ হয়ে যাচ্ছে মহাপীঠ তারাপীঠ। আগে যে সময়ে মহাপীঠ তারাপীঠ সম্প্রচারিত হত অর্থাৎ রাত দশটায়, সেই সময়ে দেখা যাবে ‘গঙ্গারাম’। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নতুন সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ আসছে চ্যানেলে। নতুন সিরিয়ালটির জায়গা হয়েছে রাত সাড়ে নটায়। তাই গঙ্গারামকে পিছিয়ে দেওয়া হয়েছে দশটার স্লটে।
https://www.instagram.com/p/CZjIRyiqDjU/?utm_medium=copy_link
এদিকে উইকিপিডিয়াতে মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে শেষ সম্প্রচারের দিন পর্যন্ত ধার্য করা হয়ে গিয়েছে। উইকিপিডিয়া অনুসারে, আজ অর্থাৎ ৪ ঠা ফেব্রুয়ারিই নাকি শেষ হচ্ছে এই সিরিয়াল। সংবাদ মাধ্যমকে পর্দার বামাক্ষ্যাপা ওরফে অভিনেতা সব্যসাচী চৌধুরী জানিয়েছিলেন, তাঁর কাছেও কোনো খবর এসে পৌঁছায়নি।
অবশেষে চ্যানেলের তরফে ঘোষনা হয় পরিবর্তিত টাইম স্লটের। অদ্ভূত ভাবে ৩ বছর পূর্তির দিনেই সময় বদলালো মহাপীঠ তারাপীঠের। কিন্তু নতুন সময় ঘোষনা হতেই অসন্তোষ প্রকাশ করেছে নেটনাগরিকরা। অনেকেই লিখেছেন, সকাল ১১ টায় সিরিয়াল দেখা সম্ভব নয়। কারণ ওই সময়টায় মা ঠাকুমারা রান্নার কাজে ব্যস্ত থাকেন। এতদিনের পুরনো একটা সিরিয়ালকে এভাবে ‘অসম্মান’ না করলেও চলত, বিরক্ত অনেকেই।