‘এমন বেয়াদবি সহ‍্য করা যায় না’! রবীন্দ্রনাথকে নিয়ে ‘খিল্লি’ করে নেটিজেনদের রোষে মীর

বাংলাহান্ট ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরকেও (Rabindranath Tagore) ছাড়লেন না? এই ‘মজা’টা না করলেই চলছিল না? কৌতুক অভিনেতা মীর আফসার আলির (Mir Afsar Ali) উপরে বেজায় চটেছেন নেটনাগরিকরা। বিভিন্ন উৎসব, পালা পার্বণে নিজের মতো করে শুভেচ্ছা জানিয়ে থাকেন মীর। এছাড়াও বিভিন্ন বিষয়ে কৌতুক মিশিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন। বেশিরভাগ সময়েই তা নিয়ে বিতর্ক হয়। ক্কচিৎ কদাচিৎ প্রশংসাও পান মীর। কিন্তু এবার আর তাঁর ‘বেয়াদবি’ সহ‍্য করলেন না নেটিজেনরা।

আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির মননে সর্বদা রবিঠাকুর থাকলেও এ দিনে রবীন্দ্রচর্চার ধুম ওঠে বইকি। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত‍্যের অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়।তারকারাও নিজেদের মতো করে বিশ্বকবিকে প্রণাম জানান। মীরও সেটাই করতে গিয়েছিলেন। কিন্তু একটু গণ্ডগোল হয়ে গেল।

FB IMG 1652097667020
অন‍্যরা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি শেয়ার করে বা রবিঠাকুরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, সেখানে মীর নিজেই কবিগুরুর মতো সেজেছেন। কাঁধ ছাপানো পাকা চুল আর একমুখ দাড়ি, চোখে চশমা পরে লেন্সবন্দি হয়েছেন মীর।

এতদূর অবধি ঠিক ছিল। কিন্তু নেটনাগরিকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে মীরের লেখা ক‍্যাপশনটি। তিনি লিখেছেন, ‘আজি এ দিবসে রবির চড়, কেমনে বসিল গালের ‘পর, জন্মদিনের কেক কাটিবেন মহান বিশ্বকবি, বিশ্বভারতীরও কাছে নাই রবির এমন ছবি…’ সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘Happy ‘Bard’ Day  ঠাকুর মশাই’।

https://www.instagram.com/p/CdVSlGgPa9J/?igshid=YmMyMTA2M2Y=

নেটনাগরিকদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ মীরের এই পোস্ট দেখে। একজন লিখেছেন, ‘মীরদা তুমি মীর হিসেবেই ঠিক ছিলে। রবীন্দ্রজয়ন্তীর দিনে রবীঠাকুর সেজেছ সে পর্যন্তও ঠিক ছিল।কিন্তু ক্যাপশনের লাইনগুলো অপমানকর। এই ধৃষ্টতার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়া উচিৎ।’

IMG 20220509 173235
আরেকজনের বক্তব‍্য, ‘অত্যন্ত অমর্যাদাকর। তীব্র ধিক্কার জানাই। আমার খুব প্রিয় মানুষটি যে এত অশিক্ষিত জানা ছিলো না। ঘোষ & co তে ঋতুপর্ণ ঘোষ একবার বলেছিলেন বটে। তবু মানুষটিকে ভীষণ ভালোবাসতাম।’

IMG 20220509 173245
কেউ লিখলেন, ‘একজন সাধারণ রেডিও জকি আপামর বাঙ্গালীর আবেগ ও শ্রদ্ধার মানুষ যিনি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা তথা বিশ্ববরেণ্য তাঁকে নিয়ে মস্করা করছে আর কিছু লোক তার সাথে ডোল বাজানো শুরু করেছে, আমাদের ভাববার সময় এসেছে এই সব ভাঁড় গুলোকে কত তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়াতে বাধ্য করবো।’

IMG 20220509 173255
কয়েকজন আরেক ধাপ এগিয়ে দাবি করেছেন, কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তীতেও বিদ্রোহী কবির সাজে দেখতে চান মীরকে। কিছুদিন আগে ইদ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে দূর্গামূর্তি সঙ্গে নিয়ে শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন মীর। কদিন যেতে না যেতেই ফের ‘ব‍্যাড বুক’এ মীরাক্কেলের সঞ্চালক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর