ফর্মে ফিরেছে মুখার্জি বাড়ি! সৌজন‍্য-গুনগুনকে হাসিমুখে দেখে খুশির ঢল দর্শকমহলে

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে ঝগড়া মিটিয়ে ভাব করল গুনগুন (gungun) সৌজন‍্য (soujonno)। আবার হাসিমজার আবহাওয়া ফিরল ‘খড়কুটো’তে (khorkuto)। তিন্নির সঙ্গে সৌজন‍্যকে নিয়ে ভূল বোঝাবুঝি মিটে গিয়েছে সকলের। হাসপাতাল থেকে বাড়িও ফিরে এসেছে সৌজন‍্য। এখন শুধুই আনন্দ আর আনন্দ।

সদ‍্য সিরিয়ালে দেখা গিয়েছে, বাবিন বাড়ি ফিরে এসেছে এবং সব ঠিকঠাক হয়ে যাওয়ায় সকলে মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে। কিপটে জ‍্যাজাইও রাজি ঘুরতে যেতে। তা নিয়ে ভাই মশকরা শুরু করতেই খেলেন এক ধমক। ছোট ভাইকে ‘বাচাল ছোকরা’ বলে বকা লাগালেন জ‍্যাজাই। তা নিয়ে আরেক প্রস্ত হাসি ঠাট্টা।

khorkuto episode today netizens gets irritated and trolls gungun 01
পরিবারকে হাসিখুশি দেখে স্বস্তিতে বাবিনও। হাঁফ ছেড়ে তার বক্তব‍্য, “যাক বাবা বাড়িটা এতদিনে ফর্মে ফিরল”। এতদিন তিন্নি দিদির জন‍্য সৌগুনের সংসারে আগুন দেখে তিতি বিরক্ত হয়ে উঠেছিল দর্শকরা। সব ঝামেলার সূত্রপাত হয় বিজয় দশমীতে। সেদিন বাবিনের হাতের সিঁদুর তিন্নির সিঁথিতে পড়তেই বাবিনের স্ত্রী হতে মরিয়া হয়ে ওঠে সে।

https://www.instagram.com/tv/CWj6Er5hwKu/?utm_medium=copy_link

সৌজন‍্যকে তার যেভাবে হোক চাই। আর যদি না পায় তবে গুনগুন সৌজন‍্যকে সুখে সংসার সে করতে দেবে না। একবার আত্মহত‍্যার হুমকি দিয়ে মাঝরাতে সৌজন‍্যকে নিজের কাছে টেনে আনে তিন্নি। ঝোঁকে বশে যদি সত‍্যিই ভালো মন্দ কিছু একটা করে বসে সে, এই চিন্তায় নিজেই স্বামীকে তিন্নি দিদির কাছে পাঠায় গুনগুন।

তিন্নি ওরফে অনন‍্যার ফিরে আসাটা যে গুনগুনের জন‍্য কত বড় ফাঁড়ার মতো তা পরে টের পেয়েছে দর্শক সহ গোটা পরিবারই। সৌজন‍্য পরে নিজেই বাড়িতে সকলকে মিথ‍্যে বলে তিন্নির কাছে গিয়ে হাজির হয়। গুনগুনকে সে জানায় যে ইনস্টিটিউটে যাচ্ছে। কিন্তু পটকা, রূপাঞ্জন, বৌদি সকলকে সঙ্গে নিয়ে সেখানে গেলে জানতে পেরে মিথ‍্যে বলেছে সৌজন‍্য।

https://www.instagram.com/p/CWZuGwGhSQT/?utm_medium=copy_link

তিন্নির বাড়িতে গিয়ে দেখে বাবিনকে জাপটে ধরে রয়েছে তিন্নি। এই নিয়ে বাড়ির সকলের সঙ্গে ভুল।বোঝাবুঝি। এর মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় বাবিন। তারপর থেকেই স্বামীর উপরে অধিকার দেখাতে শুরু করে গুনগুন। তিন্নি দিদিকে শাসায়, সংসারে ভাঙন ধরাতে এলে দেখে নেবে।

https://www.instagram.com/tv/CWe2UpshRIX/?utm_medium=copy_link

এখন সবটা ঠিকঠাক দেখে খুশি ‘খড়কুটো’ প্রেমীরা। মুখার্জি বাড়িকে এতদিনে পু্রনো ফর্মে ফিরতে দেখে ধড়ে প্রাণ এসেছে সকলের। সৌগুনের বিবাদের জন‍্য টিআরপিও অস্তাচলে গিয়েছিল। এখন সব মিটমাট হওয়াতে টিআরপিতে তার ছাপ পড়বে বলেই আশাবাদী দর্শকরা। শুধু তিন্নি দিদি আর না এলেই হয়!

Niranjana Nag

সম্পর্কিত খবর