বাংলাহান্ট ডেস্ক : বলিউডের খ্যাতনামা জুটি হৃতিক রোশন (Hrithik Roshan) এবং সুজান খান। সে তাঁরা যখন বিবাহিত ছিলেন তখনও যেমন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি ছিলেন, বিচ্ছেদের পরেও তাঁদের নিয়ে ক্রেজ কম নেই। এখন অবশ্য আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে, নিজ নিজ পার্টনারকে বিয়েও করতে চলেছেন তাঁরা। কিন্তু বিচ্ছেদের পরেও মনে তিক্ততা না রেখে কীভাবে বন্ধুত্ব বজায় রাখা যায় তা দেখিয়ে দিয়েছেন হৃতিক (Hrithik Roshan) সুজান।
দুই ছেলেকে নিয়ে ছবি শেয়ার করেছেন হৃতিকের (Hrithik Roshan) প্রাক্তন সুজান
দুই ছেলে হৃতিক (Hrithik Roshan) এবং সুজানের, হৃহান এবং হৃদান। তাঁরাও বাবা মায়ের এই সম্পর্কের সমীকরণের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন। সম্প্রতি দুই ছেলেকে নিয়ে একটি ছবি শেয়ার করেন সুজান। একটি পার্টিতে দুই ছেলেকে দু পাশে নিয়ে ক্যামেরাবন্দি হন তিনি। ধূসর রঙের টিশার্ট, কার্গো প্যান্ট, কালো লেদার জ্যাকেট পরে দেখা গেল হৃহান এবং হৃদানকে। দুজনের কেউই আর ছোটটি নেই, দাড়ি গোঁফ নিয়ে রীতিমতো সুপুরুষ।
আরো পড়ুন : নিজের হাতে সাজিয়েছেন পতৌদি প্যালেস, তবু শর্মিলার একটি ছবিও রাখা নেই সেখানে! কেন?
মুহূর্তে ভাইরাল ছবি
সুজান সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমার পাশে দাঁড়িয়ে রয়েছো তোমরা দুজন। কী দারুণ অনুভূতি! আমার ছেলেদের থেকে উজ্জ্বল আর কিছু নেই’। বড় হয়ে উচ্চতায় মাকেও ছাপিয়ে গিয়েছেন হৃহান হৃদান। ছবিটি ভাইরাল হতে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
আরো পড়ুন : বিচ্ছেদের এত বছর পর দেবের মুখে শুভশ্রীর নাম, ফের জুটি বাঁধা নিয়ে করলেন বিষ্ফোরক মন্তব্য!
হৃতিক পুত্রদের দেখে অবাক নেটিজেনরা
অনেকেই বলেছেন, বড় ছেলে হৃহানকে হুবহু হৃতিকের (Hrithik Roshan) মতোই দেখতে হয়েছে। তাঁকে দেখে যুবক হৃতিকের কথাই মনে পড়ে যাচ্ছে। হৃতিক (Hrithik Roshan) সুজানের দুই ছেলেই অত্যন্ত সুপুরুষ হয়েছে বলে মত নেটিজেনদের। বড় হয়ে অভিনয় জগতে পা রাখলে তাঁরা যে বড়সড় ধামাকা করবেন তাও লিখেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের পর বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হৃতিক। অন্যদিকে আর্সলান গোনির সঙ্গে প্রেম করছেন সুজান। প্রায়ই চারজনকে একসঙ্গে পার্টি করতে দেখা যায়। এমনকি তাঁদের সঙ্গে যোগ দেন হৃতিক সুজানের দুই ছেলেও। এই মডার্ন যুগের সম্পর্কের সঙ্গে এখন থেকেই পরিচিত হতে শুরু করেছেন তাঁরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার