সব টাকার খেলা, কাবো-ই আসল বিজেতা, পদ্মকে জিততে দেখে সারেগামাপা বয়কটের ডাক

বাংলাহান্ট ডেস্ক: রবিবার, ৫ জানুয়ারি হয়ে গেল জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো ‘সারেগামাপা’র (SaReGaMaPa) গ্র্যান্ড ফিনালে। প্রায় আট মাসের জমজমাট প্রতিযোগিতার সমাপ্তি ঘটল রুদ্ধশ্বাস অন্তিম অনুষ্ঠান দিয়ে। শুরু হয়েছিল এক ঝাঁক তরুণ এবং কচিকাঁচা প্রতিভাদের নিয়ে। শেষ পর্যন্ত টিকে থাকলেন মাত্র চার জন। তাঁদের মধ্যে থেকে সেরার সেরা হলেন পদ্ম পলাশ (Padma Palash) এবং অস্মিতা কর। দ্বিতীয় স্থান পেলেন অ্যালবার্ট কাবো (Albert Kabo) এবং তৃতীয় স্থানে রইলেন সোনিয়া গজমে।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত জমজমাট গ্র্যান্ড ফিনালের পর ঘোষিত হয় বিজয়ীদের নাম। দু ভাগে ভাগ করা হয়েছিল গ্র্যান্ড ফিনালে পর্বকে। প্রথম ভাগে গেয়েছেন মোট ছয় জন প্রতিযোগী। পদ্ম পলাশ, অস্মিতা, কাবো, সোনিয়া, ঋদ্ধিমান এবং বুলেট। কিন্তু প্রথম পর্বের শেষে বিচারকদের বিচারে বিদায় নেন ঋদ্ধিমান এবং বুলেট।

saregamapa

দ্বিতীয় ভাগে ছিল বাকি চার জনের পারফরম্যান্স। আর তার বিচারেই বিচারকরা বেছে নেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের। বিচারকদের আসনে শান্তনু মৈত্র, রিচা চাড্ডা, শ্রীকান্ত আচার্য তো ছিলেনই, এদিনের বিশেষ আকর্ষণ ছিল কুমার শানু এবং সোনু নিগমের উপস্থিতি।

প্রত্যেক প্রতিযোগীকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিচারকরা। কিন্তু দর্শকদের একটা বড় অংশ মোটেই খুশি নন এই ফলাফলে। পদ্ম পলাশকে বিজেতার আসনে দেখে ক্ষুব্ধ অনেকেই। সারা সিজন জুড়ে একই ধরণের গান গেয়েও জিতে গেল পদ্ম, এতে বিচারকদের এক চোখামো দেখছেন অনেকে।

saregamapa

কেউ কেউ বলছেন, পদ্ম পলাশ জিতেছে বুঝলাম। কিন্তু অস্মিতাকে কী হিসাবে প্রথম করা হল? অনেকে কটাক্ষ করেছেন, সবটাই টাকার খেল। রাজনীতি চলে সারেগামাপার মঞ্চে। আসল বিজেতা কাবো। দর্শকদের বিচারে সেরার সম্মান পেয়ে সেটাই প্রমাণ করে দিয়েছে কালিম্পংয়ের প্রতিযোগী। অনেকে শো বয়কটের দাবিও তুলেছে।

kabo

এমন ঘটনা অবশ্য নতুন নয়। বিগত বেশ কয়েক বছর ধরে চলে আসছে এমন বিতর্ক। এর আগেও কোনো প্রতিযোগীর জেতা নিয়ে বিচারক বা মেন্টরদের দিকে উঠেছে অভিযোগের আঙুল। কাঠগড়ায় তোলা হয়েছে সারেগামাপা কর্তৃপক্ষকে। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


Niranjana Nag

সম্পর্কিত খবর