বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‘ব্রহ্মাত্র’ (Brahmastra) ছবির ট্রেলার। ছবির টিজার অনেকদিন আগেই শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে উন্মাদনা কেবল বেড়েছে মাত্র। আর বাড়বে নাই বা কেন। বলিউডের সবথেকে জনপ্রিয় জুটি ‘রণলিয়া’র প্রথম ছবি বলে কথা!
প্রায় ৩ মিনিটের ভিডিও ট্রেলারটি। অসাধারণ ভিএফএক্স, সুন্দর দৃশ্য গ্রহণের প্রশংসা করেছে নেটিজেনরা। যদি দর্শকদের একাংশের মোটেই পছন্দ হয়নি ট্রেলারটি। তবে পলিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাজ অনেকেরই পছন্দ হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ব্রহ্মাস্ত্র ট্রেলার।
অনেকে প্রশংসা করে বলছেন, ভিএফএক্সের কাজ এতই দারুন যে মনেই হচ্ছে না এটি কোনো বলিঊড ছবি। তেমনি শিবার চরিত্রে রণবীরকে দারুন মানিয়েছে। যদিও নিন্দুকরা কম তুলোধনা করেনি ছবির ট্রেলারকে। একজন লিখেছেন, ‘আবার একটি হিন্দুফোবিক ছবি আসতে চলেছে। এদের শুধু বাহানা চাই হিন্দু দেবদেবীদের অপমান করার জন্য।’
Cinematography , Visuals , VFX , BGM. Everything is Top Notch
Honestly i didn't expect it to be this huge! Trailer increased the excitement towards movie like anything. What a magnificent and mindblowing trailer
Take a bow to entire team #BrahmastraTrailer pic.twitter.com/XH8QMOBrO5— Deep Jaiswal (@deepjaiswal007) June 15, 2022
https://twitter.com/urmiiiiiiiii/status/1536962269233352705?t=ZvSpNk-9noQf2WVoAEzUOQ&s=19
Another Gimmick..
Another plot to mock Hindu God and Goddess…
Another imitation of some Hollywood movies…
And you will have a piece of our shit..#BoycottBollywood #Hypocrites https://t.co/JERkJk1BcB— Praveen Tiwari (@iamproficient) June 15, 2022
বছর পাঁচেক আগে শুটিং শুরু হয়েছিল ব্রহ্মাস্ত্র ছবির। শোনা যায়, সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন রণবীর আলিয়া। ব্রহ্মাস্ত্রর হাত ধরেই প্রথম বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন তাঁরা। মাস খানেক আগেই শুটিং সম্পূর্ণ হওয়ার খবর জানিয়েছিলেন আলিয়া। কাশী বিশ্বনাথ ধামে শুট শেষ করে পুজো দেন তাঁরা। আর তারপরেই সেরে নেন বিয়ে।
আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র। আগামীতে হলিউড ছবিতে অভিষেক করতে চলেছেন আলিয়া। শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে রয়েছেন তিনি। তাঁকে দেখা যাবে হলিউড ছবি হার্ট অফ স্টোন এ। এছাড়া রণবীরের হাতে রয়েছে শামশেরা এবং অ্যানিমাল।
https://www.instagram.com/tv/Cez7hwgA3kf/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখনো পর্যন্ত মনেই হয় না যে তাঁদের বিয়ে হয়েছে। রণবীরের কথায়, “কোনো বিরাট কিছু পরিবর্তন হয়নি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা ভেবেছিলাম যে বিয়ে করে নিলেই তাহলে সম্পর্কটা পরিণতি পাবে। কিন্তু আমাদের কিছু প্রতিশ্রুতিও পালন করার ছিল। বিয়ের ঠিক পরদিনই আমরা নিজেদের কাজে বেরিয়ে পড়েছিলাম। আলিয়া ওর শুটে গিয়েছিল আর আমি মানালি।”