দেখা হতেই কূটকাচালি শুরু! কাজল-করিনার ‘পুনর্মিলন’ ভিডিও দেখে মশকরা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: দুই বান্ধবীর দেখা হবে আর একটু আধটু পরনিন্দা পরচর্চা হবে না তা কি হয়? সে যতই গ্ল‍্যামার জগতের তারকা হন না কেন, অনেক সময়েই আমজনতার মতোই কাজকম্ম করতে দেখা যায় সেলেবদের। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও কাজলের (Kajol) সাম্প্রতিক একটি ভিডিও দেখে এমনি মত প্রকাশ করেছেন নেটিজেনরা।

সম্প্রতি মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে ফ্রেমবন্দি হন দুই বান্ধবী তথা সহ অভিনেত্রী। হঠাৎ করেই একে অপরের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় দৃশ‍্যতই খুশি করিনা কাজল। কাকতালীয় ভাবে দুজনেই সাদা টপ আর কালো প‍্যান্টে সেজেছিলেন। করোনা মহামারি থেকে করিনা পুত্র জেহ কিংবা অজয় দেবগণের ধূমপানের বদভ‍্যাস কিছুই বাদ গেল না তাঁদের কয়েক সেকেন্ডের আলোচনায়।

is7csjko kareena
ছোট্ট জাহাঙ্গীর কেমন আছে? কাজলের প্রশ্নের উত্তরে করিনা বলেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না জেহ এর জন্মের পর এক বছর কেটে গিয়েছে। এরপরেই উঠে আসে করোনা প্রসঙ্গ। দুজনেই ইতিমধ‍্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন একবার করে। একে অপরের অভিজ্ঞতা নিয়েও কথা বলতে শোনা যায় তাঁদের।

বান্ধবীকে কাছে পেয়ে স্বামীর নামেও নিন্দা করতে ছাড়েননি কাজল। করিনা বলেন, অজয় তো করোনা থেকে বেঁচে গিয়েছেন। সঙ্গে সঙ্গে কাজলের পুটুস মন্তব‍্য, অজয় ধূমপান করেন ওইজন‍্য করোনা আর ধারেকাছে ঘেঁসেনি! প্রাণ খুলে হাসাহাসি, আলিঙ্গন ও গালে আলতো করে চুম্বন করে গল্প শেষ করেন কাজল করিনা।

2e2vhapg kareena
কমেন্ট বক্স ভরে গিয়েছে নেটিজেনদের বিচিত্র মন্তব‍্যে। একজন লিখেছেন, ‘কভি খুশি কভি গম এর পুনর্মিলন’। আরেকজনের বক্তব‍্য, তারকারাও সাধারন মানুষের মতোই পরনিন্দা পরচর্চা করেন। ‘পু’ ও ‘অঞ্জলি’কে দেখে উচ্ছ্বসিত অনেকেই। আবার কয়েকজনের দাবি, সবটাই লোক দেখানো। অভিনয়টা স্পষ্ট ধরা পড়ছে। উপরন্তু হিন্দি না বলে ইংরেজিতে কথা বলা নিয়েও আপত্তি প্রকাশ করেছেন অনেকে।

https://www.instagram.com/reel/CaoVi0Zqw4q/?utm_medium=copy_link

প্রসঙ্গত, কভি খুশি কভি গম এবং উই আর ফ‍্যামিলি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কাজল ও করিনা। যদিও তার মধ‍্যে প্রথম ছবিটিই বেশি জনপ্রিয় হয়েছিল। তবে দ্বিতীয় ছবিটি ফ্লপ হয় বক্স অফিসে।

Niranjana Nag

সম্পর্কিত খবর