বাংলাহান্ট ডেস্ক: যতটা আশা জাগিয়েছিল ততটাই হতাশ করেছে ‘গহরাইয়া’ (Gehraiyaan)। দীপিকা পাডুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে (Ananya Pandey) অভিনীত ছবিটি এখন মিমে পরিণত হয়েছে। দেদারে সমালোচনা চলছে ছবিটিকে নিয়ে। মূলত অদ্ভূত গল্প আর মাত্রাতিরিক্ত যৌনগন্ধী দৃশ্যের জন্য এত কটাক্ষ সইতে হচ্ছে দীপ্পির ছবিকে। ইতিমধ্যেই ‘ফ্লপ’ ঘোষনা করা হয়েছে গহরাইয়াকে।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আবারো ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে ‘বয়কট বলিউড’। দু বছর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বলিউড ইন্ডাস্ট্রিকে বয়কটের ডাকে সোচ্চার হয়েছিল নেটপাড়া। নেপোটিজম নিয়ে ক্ষোভ তো ছিলই, উপরন্তু মাদক কাণ্ডে দীপিকা পাডুকোনের নাম জড়ানোয় তীব্র সমালোচনা সইতে হয়েছিল অভিনেত্রীকে।
এর আগে নেটিজেনদের ক্ষোভের শিকার হতে হয়েছিল অনন্যা পাণ্ডে ও ইশান খট্টরের ছবি ‘খালি পিলি’কে। বছর দুই পরেও রেহাই পেলেন না তিনি। উপরন্তু জানা গিয়েছে, ২০২০ তে মাদক কাণ্ডে যখন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর জেরার সম্মুখীন হন দীপিকা, তখন গোয়ায় গহরাইয়ার শুটিংয়েই ব্যস্ত ছিলেন তিনি। রণবীরের সঙ্গে গোয়া থেকে মুম্বই ফিরেছিলেন অভিনেত্রী।
তাই এবার নতুন করে সুশান্তের বিচারের দাবিতে সরব হয়েছেন নেটনাগরিকদের একাংশ। মাদকাসক্ত বলিউডকে বয়কটের ডাক উঠেছে। অনন্যার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, NCB আধিকারিক সমীর ওয়াংখেড়েকে যদি তদন্ত শেষ করতে দেওয়া হত তবে আরিয়ান খানের মতো অনন্যাও গরাদের পেছনে থাকতেন।
দীপিকাকে কটাক্ষ করে কঙ্গনা লিখেছেন, ‘আমিও তরুণ প্রজন্মের একজন মানুষ কিন্তু আমি এই ধরনের রোম্যান্স বুঝতে পারি। নতুন প্রজন্মের ছবির নামে দয়া করে আবর্জনা বিক্রি করবেন না। খারাপ ছবিগুলো খারাপই। যত খুশিই শরীর বা পর্নোগ্রাফি দেখানো হোক না কেন, তা বাঁচানো যাবে না। এটা একটা সাধারন সত্য, কোনো ‘গহরাইয়া’র ব্যাপার নেই।’
My tweet was for Deepika Padukone but I got blocked by Ranveer Singh.
Looks like he still hasn’t recovered from the shock of his last film 83’s mega-flop.
Is this a symptom of Bipolar disorder ?#BoycottBollywood pic.twitter.com/hpqxsDaXfK
— KIZIE (@sushantify) February 12, 2022
অবশ্য কঙ্গনা একা নন। স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খানও দীপিকার ছবিকে রীতিমতো অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন। গহরাইয়াকে ‘সফট পর্ন’ বলে কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে প্রযোজক করন জোহর ও দীপিকাকে যথাক্রমে ‘যৌনতার দেবতা’ ও ‘যৌনতার রানী’ বলে ব্যঙ্গ করেছেন কেআরকে।