‘হিন্দু টেররিস্ট’ সম্পর্কে বিতর্কিত মন্তব্য হুসেন হায়দরির, বয়কটের ডাক করনের ‘তখত’কে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরের আগামী ছবি তখতের ঘোষনা আগেই করে দিয়েছিলেন। কিন্তু সেই বহু প্রতীক্ষিত ছবিই এবার নেটিজেনদের রোষের মুখে পড়ল। তখত বয়কট করার দাবি জানাল নেটিজেনরা। হুসেন হায়দরিকে ছবি থেকে না সরালে বয়কট করা হবে করন জোহরের ছবিকে। এমনটাই সাবধানবানী দিলেন নেটিজেনদের একাংশ।

Directer Karan Johar 39487944

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে বসেন হুসেন হায়দারি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় হঠাৎই হিন্দু টেররিস্ট অর্থাৎ হিন্দু জঙ্গি বলে মন্তব্য করে বসেন তিনি। এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ‘হিন্দু টেররিস্ট’ বলে মন্তব্য করেন হুসেন হায়দরি। এই মন্তব্যের পরে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটি ব্লক করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। হুসেনের এই মন্তব্য নিয়ে তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া।

tweee

হুসেনের পোস্টটির স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় নেটজগতে। হুসেন হায়দরির লেখা নিয়েই তখত ছবিটি বানাতে চলেছেন করণ। নেটিজেনদের একাংশ দাবি জানায়, হুসেনকে সরানো হোক ছবি থেকে। নাহলে ছবি বয়কট করারও হুমকি দেয় তারা। অবশ্য এর আগেও বিতর্কে জড়িয়েছেন হুসেন। একবার একটি সাক্ষাৎকারে ব্রাহ্মণদের ‘শয়তান’ বলে মন্তব্য করেও নিন্দার সম্মুখীন হন তিনি।

https://twitter.com/akki_dhoni/status/1231812253739077633?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1231812253739077633&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fentertainment%2Fboycotttakht-trends-on-twitter-after-scriptwriter-hussain-haidry-tweets-hindu-terrorists_302896.html

হুসেনের লেখা অনুযায়ী, ঔরঙ্গজেব ও দারা শুকোর কাহিনি নিয়ে তৈরি হতে চলেছে তখত। জানা গিয়েছে, ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ভিকি কৌশল ও দারা শুকোর চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন করিনা কাপুর খান, আলিয়া ভাট ও জাহ্নবী কাপুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর