বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন হল থিতিয়ে পড়েছে কাঞ্চন মল্লিক (kanchan mullick)-শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattoraj) বিতর্ক। তুমুল সমালোচিত হওয়ার পর কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রী। গুঞ্জন একটু থামতেই আবারো পুরনো মেজাজে ‘রাধারাণী’। তবে কাঞ্চনকে আপাতত একটু এড়িয়েই চলছেন অভিনেত্রী।
রথযাত্রার পুণ্যতিথিতে সপরিবারে মাহেশে উপস্থিত হয়েছিলেন শ্রীময়ী। তার ঝলক আগেই ইনস্টাগ্রামে দেখিয়েছেন তিনি। মাহেশ থেকে সরাসরি লাইভও করেছিলেন শ্রীময়ী। এবার সেদিনের একটি সেলফি অনুরাগীদের জন্য শেয়ার করলেন তিনি। তবে ছবির থেকেও নজর কেড়েছে তাঁর ক্যাপশন। জনপ্রিয় বাংলা গানের লাইন তুলে তিনি লিখেছেন, ‘চোখে চোখে কত কথা, মুখে কেন বলনা!’
শ্রীময়ীর পোস্টের ক্যাপশন ঘিরেই নেটজনতার প্রশ্ন, এখনো কি কাঞ্চনকে ভুলতে পারেননি? উল্লেখ্য, সোমবার রথযাত্রা উপলক্ষে কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই পৌঁছেছিলেন হুগলির মাহেশে। কিন্তু বিতর্কের কথা মাথায় রেখে একসঙ্গে কোনো ছবিই শেয়ার করেননি তাঁরা। কিন্তু নেটিজেনরা ঠিকই ধরে ফেলেছেন দুজনের গতিবিধি।
এদিন মাহেশের রথযাত্রায় উপস্থিত হয়ে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর পাশে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পোস্টের ক্যাপশনে কাঞ্চন লিখেছেন, ‘আজ রথযাত্রার পুণ্য লগ্নে, মাহেশের রথযাত্রার ৬২৫ তম বর্ষে, শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন। সাথে ছিলেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ।’
https://www.instagram.com/p/CRTMTontOMk/?utm_medium=copy_link
অন্যদিকে শ্রীময়ী কোনো ছবিতে দূরদূরান্তেও নজরে পড়েননি কাঞ্চন। তবে তাঁরা যে একই সঙ্গে ছিলেন তার প্রমাণ কিন্তু পেয়ে গিয়েছে নেটনাগরিকরা। মাহেশের রথযাত্রা থেকে শ্রীময়ী লাইভ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁর পাশেও দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এতেই দুয়ে দুয়ে চার করে দিয়েছেন নেটিজেনরা।