৫৪-র নায়কের ২৪ বছর বয়সী নায়িকা! ‘পৃথ্বীরাজ’ চরিত্রে মানাচ্ছে না ‘বুড়ো’ অক্ষয়কে, দাবি নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: বহু বিতর্কের পর মুক্তি পেতে চলেছে ‘পৃথ্বীরাজ’ (Prithviraj)। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ট্রেলার। অক্ষয় কুমার (Akshay Kumar) আর্জি জানিয়েছেন সরকারের কাছে, স্কুলে স্কুলে দেখানো হোক পৃথ্বীরাজ। কিন্তু নেটিজেনরা যে একেবারেই খুশি নন অক্ষয়ের লুক নিয়ে। সম্রাট পৃথ্বীরাজের চরিত্রে মোটেই মানাচ্ছে না অভিনেতাকে।

এর আগে পৃথ্বীরাজ চৌহানকে একাধিক সিরিয়াল বানানো হয়েছে। বড়পর্দায় বীর যোদ্ধাকে দেখার জন‍্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকরা। উপরন্তু এতদিনের প্রতীক্ষা। কিন্তু ট্রেলারে অক্ষয়কে দেখে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকদের তরফে।

IMG 20220510 004256
অক্ষয় অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ছবির ট্রেলারকে। দুরন্ত অ্যাকশন দৃশ‍্য, ভিএফএক্স সব মিলিয়ে ট্রেলার সত‍্যিই জমে গিয়েছে। শুধু যা জমেনি তা হল পৃথ্বীরাজ চরিত্রে অক্ষয় নিজে। দর্শকদের একাংশের বক্তব‍্য, ট্রেলারটি সত‍্যিই অসাধারণ। কিন্তু পৃথ্বীরাজ চরিত্রে অক্ষয়কে ঠিক যেন মানাচ্ছে না।

ছবিতে কবি চন্দ্রবরদাই এর চরিত্রে রয়েছেন সোনু সূদ। কাকা কানহার ভূমিকায় নজর কেড়েছেন সঞ্জয় দত্ত। এছাড়াও জয়চাঁদের চরিত্রে আশুতোষ রানা এব‌ং মহম্মদ ঘুরীর চরিত্রে দেখা যাবে মানব ভিজকে। ট্রেলারে সোনু ও সঞ্জয়ের অভিনয় এবং লুক দুটোই প্রশংসিত হয়েছে।

https://twitter.com/ashispandey1693/status/1523560146932498432?s=20&t=OqY4kBVxaf_4gG97RACyfw

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয় জানান, চিত্রনাট‍্যে যতটা দেওয়া ছিল তার থেকেও বেশি করে পৃথ্বীরাজ চৌহানকে জানার জন‍্য একটি বই পড়েছিলেন তিনি। ছবির পরিচালক তাঁকে দিয়েছিলেন বইটি পড়ার জন‍্য। সেটা পড়ার পরেই তিনি বুঝতে পারেন কত বড় মাপের যোদ্ধা ছিলেন পৃথ্বীরাজ চৌহান।

অক্ষয়ের আক্ষেপ, “এখনকার ইতিহাস বইতে পৃথ্বীরাজ চৌহানের উপরে শুধু একটাই অধ‍্যায় রয়েছে। এটা সত‍্যিই দুঃখজনক। প্রত‍্যেক শিশুর জানা উচিত পৃথ্বীরাজ চৌহান ও তাঁর বীরত্ব সম্পর্কে।” তিনি সরকারের কাছেও অনুরোধ করেন, প্রতিটি স্কুলে এই শিক্ষামূলক ছবিটি দেখানোর। ভারতের ইতিহাস সবাইকে জানানোর।


Niranjana Nag

সম্পর্কিত খবর