বাংলাহান্ট ডেস্ক : বাইশের বাজেট বিড়ম্বনায় ব্যাতিব্যস্ত দেশের মধ্যবিত্ত শ্রেণী। নির্মলার এই বাজেটে খুশি তো দূর, যেটুকু শান্তি ছিল সেটুকুও উড়েছে রাতারাতি। নির্মলার বাজেট নির্মল নয় এমনটাই দাবি অনেকের।গতকাল ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। করোনা পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মধ্যে এবারের এই বাজেট নিয়ে অনেক আশায় বুক বেঁধে থাকলেও পূরণ হয়নি মধ্যবিত্তের কোনো আশাই। মন ভেঙেছেন নির্মলা। অত্যাবশকীয় পণ্যের দামই হোক বা ইনকাম ট্যাক্স, উর্ধমুখী সব কিছুই।
এহেন বাজেটের পর কার্যতই হতাশ দেশবাসী। তাই এবার স্যোশাল মিডিয়াকে অস্ত্র করে মাঠে নেমেছেন তাঁরা। ট্যুইটারে ট্রেন্ডিং #middleclass #incometax প্রভৃতি হ্যাসট্যাগ। রীতিমতো মিমের বন্যা বইছে স্যোশাল মিডিয়া জুড়ে। কারও কথায় বাজেট শোনার পর কি তবে মধ্যবিত্তের মরে যাওয়া উচিত? কেউ আবার লিখেছেন, ‘বিলকুও বকোয়াস হ্যা এ, আপ বন্ধ কর দো ইসে’ অর্থাৎ একেবারেই অর্থহীন এটি। আপনি বন্ধ করে দিন।
UPSC aspirants waiting for Union budget#UPSC #upscmeme #BudgetSession2022 #BudgetSession #Budget2022 pic.twitter.com/4qNyVY8A4u
— UPSC MEME & More (@MemeUpsc) January 31, 2022
30% Tax on Crypto Profits….
Cryptocurrency holders right now 😂🤣#crypto #cryptocurrency pic.twitter.com/91bxI0CC9X
— Kartik Anand (@kartik_203) February 1, 2022
২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে ভোজ্য তেল সহ আরও বেশ কিছু অত্যাবশকীয় জিনিসের দাম বাড়িয়েছেন নির্মলা। কমেছে গয়না, মোবাইল ফোন ইত্যাদির মতন জিনিসের দাম। অপরিবর্তিত থাকছে ইনকাম ট্যাক্স। ক্রিপ্টো কারেন্সি থেকে রোজগারে ৩০% কর বসিয়েছেন নির্মলা। আর এরপর ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের অবস্থা বোঝাতে ফের হেরাফেরি ছবির অক্ষয় কুমারের একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে। তাতে করের হার দেখে লেখা হয় ‘আরে মুঝে তো চক্কর আনে লাগে হ্য’। কেউ আবার মধ্যবিত্তদের উদ্যেশ্যে লিখেছেন,’ তু যা রে, এ স্ক্যাম তেরে লিয়ে হ্যা হি নেহি’।
FM to Salaried class expecting some relief in #Budget2022 pic.twitter.com/gn4UZ4fFQk
— Nimo Tai 2.0 (@Cryptic_Miind) February 1, 2022
প্রত্যাশায় এহেন জল ঢালায় কার্যতই বিরক্ত দেশবাসী। তাই এই বিরক্তির কফিনে শেষ পেরেকটি মেরেছেন এক নেটিজেন। ওই ব্যক্তি অমরেশ পুরীর একটি ছবি দিয়ে লিখেছেন, ‘বহত বহত ধন্যবাদ। আব তুম যা সাকতে হো’।
30 % tax on #cryptocurrency 🤷#Budget2022 pic.twitter.com/KUmPtKR1R3
— Garv 🚜 (ਗਰਵਿਤ) (@imgarvmalik) February 1, 2022