বাউল গান ছেড়ে অনন‍্যার গলায় ‘আজ যানে কি জিদ না করো’, সঙ্গে সঙ্গে ভুল ধরলেন নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জি বাংলা সা রে গা মা পার মঞ্চ মাতানোর পর এবার জাতীয় মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করতে পৌঁছেছেন অনন‍্যা চক্রবর্তী (ananya chakraborty)। মেঠো সুরের বাউল গানে মন জিতে নিয়েছেন শঙ্কর মহাদেবন থেকে বিশাল ডাডলানির। এখন থেকেই অনন‍্যাকে ফিনালেতে দেখার জন‍্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা।

মূলত বাউল গান গেয়েই জনপ্রিয়তা পেয়েছেন অনন‍্যা। তবে সুর, তাল, ছন্দ থাকলে গায়িকার গলায় সব ধরনের গানই মানায়। অনন‍্যাও শুধু যে বাউল গানই ভাল গান এমনটা নয়। পুরনো থেকে আধুনিক হিন্দি গানও দিব‍্যি সাবলীল ভাবে গাইতে পারেন তিনি। সম্প্রতি এমনি একটি গান গাওয়ার চেষ্টা করেছেন অনন‍্যা।


‘আজ যানে কি জিদ না করো’ গানটি গেয়ে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অনন‍্যা। তাঁর দক্ষ গানের গলায় মুগ্ধ নেটনাগরিকরা। তবে গান গাইতে গিয়ে একটু ভুলও করে বসেছেন অনন‍্যা। সেই ভুল কান এড়ায়নি শ্রোতাদের। আসলে একটি লাইনে অনন‍্যা গেয়েছেন, ‘ইঁউ হি সোচো জারা’। সঙ্গে সঙ্গে তারা ভুল শুধরে দিয়ে লিখেছেন, ‘ওটা তুম হি সোচো জারা হবে’। তবে ছোট্ট একটা ভুল করলেও নিজের গানে নেটিজেনদের মন জয় করতে সক্ষম হয়েছেন অনন‍্যা।

https://www.instagram.com/reel/CWVHWzjAaHc/?utm_medium=copy_link

জি টিভির মঞ্চে আগের থেকে সম্পূর্ণ অন‍্য লুকে দেখা যাচ্ছে অনন‍্যাকে। লম্বা চুলে বিভিন্ন রঙের বিনুনি করে বোহো লুকে ধরা দিয়েছেন তিনি। জি টিভির অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলের দৌলতে অনন‍্যার ‘মনটা রে’ গান এখন ভাইরাল।

বাংলা সা রে গা মা পার মঞ্চে দাঁড়িয়েই অনন‍্যা জানিয়েছিলেন তাঁর গানের জগতে আসার কাহিনি। বাউল মেলায় ঘুরতে ঘুরতে বর্ধমানের আন্দুলে সাধনদাস বৈরাগীর আশ্রমে চলে এসেছিলেন তিনি। বাউল গানকেই ভালবেসে ফেলেছিলেন অনন‍্যা। পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ‍্যালয়ে ভোকাল মিউজিক নিয়ে। বাংলার মতো জাতীয় স্তরের মঞ্চেও বাঙালির মুখ উজ্জ্বল করুন অনন‍্যা এই কামনাই রইল।

সম্পর্কিত খবর

X