পুরো রোদ্দুর রায়ের বউ লাগছে! নুসরতের নতুন ছবি দেখে মশকরা রসিক নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রবিবার মানেই ছুটির দিন। সারা সপ্তাহের কাজের ব্যস্ততার পর এদিন সোশ্যাল মিডিয়ার দিকে নজর দেন অভিনেত্রী নুসরত জাহানও (Nusrat Jahan)। নতুন নতুন ফটোশুটের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। এদিনও তেমনি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সাংসদ অভিনেত্রী।

কমলা রঙের ঢিলেঢালা জিন্সের প্যান্ট, গোলাপি বেগুনি প্রিন্টের ছোট্ট ব্রালেট আর মাথায় পেস্তা রঙের ব্যান্ডানা বেঁধে ছবি তুলেছেন নুসরত। লুক সম্পূর্ণ করতে হাতে কয়েকটি সোনার চুড়ি পরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সামার ভাইবস’।


নুসরতের বেশিরভাগ ছবিতেই ট্রোল করার জন্য মুখিয়ে থাকে নেটনাগরিকদের একাংশ। এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি। একজন লিখেছেন, ‘রোদ্দুর রায়ের বউ বউ লাগছে’। আসলে সদ্য গ্রেফতার হওয়া বিতর্কিত ইউটিউবারের মাথায় ব্যান্ডানা পরার স্টাইল বেশ জনপ্রিয়। নুসরতকেও একই স্টাইলে দেখে খোঁচা মারার লোভ সামলাতে পারেননি নেটিজেনরা।

অনেকের আবার চোখ আটকেছে নুসরতের হাতের একাধিক কাটা দাগে। অভিনেত্রীর বেশ কিছু ছবিতে স্পষ্ট বোঝা যায় কাটা দাগগুলি। কীসের দাগ ওগুলো? নুসরত কি নিজেই নিজেকে আঘাত করেছিলেন কখনো? প্রশ্ন করেছেন নেটনাগরিকরা।


উল্লেখ্য, নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’র কয়েক মাস পরে হঠাৎ খবর এসেছিল অসু্স্থ নুসরত ভর্তি হাসপাতালে। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, আচমকা শ্বাসকষ্টের সমস্যার জন্য নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে গুঞ্জন শোনা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার জন্যই ওই পরিস্থিতি হয়েছিল নুসরতের।

https://www.instagram.com/p/CeshQbZP5-t/?igshid=YmMyMTA2M2Y=

অভিনেত্রী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কখনো। তবে তাঁর হাতের এই অজস্র কাটা দাগ প্রশ্ন তুলে দিয়েছে নেটিজেনদের মনে। উল্লেখ্য, এই পোস্টে যশ নুসরত এক রকম ইঙ্গিত দিয়েছেন যে তাঁদের আগামী ছবি ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’র ভবিষ্যৎ নিয়ে জট কাটছে। এই ছবির পরিচালক ও প্রযোজক শিলাদিত্য মৌলিক এবং এনা সাহার সঙ্গে আপাতত মনোমালিন্য চলছে যশের।

X