বাংলাহান্ট ডেস্ক: এক মাস সম্পূর্ণ হল পর্ন কাণ্ডে ফেঁসেছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা (raj kundra)। পর্ন ভিডিও তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ। দীর্ঘদিন জেলে কাটানোর পর বুধবার অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। যদিও অন্য একটি পর্ন মামলার জন্য এখনো জেলেই থাকতে হবে তাঁকে। অপরদিকে প্রায় এক মাস বিরতি নেওয়ার পর ফের শুটিংয়ে যোগ দিলেন স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা (shilpa shetty)।
সুপার ডান্সার ৪ এর বিচারকের আসনে ছিলেন শিল্পা। কিন্তু রাজ গ্রেফতার হওয়ার পর থেকেই আর শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। শোনা গিয়েছিল শিল্পার জায়গায় অন্য কাউকে বিচারক হিসেবে আনার পরিকল্পনাও করছিলেন শোয়ের নির্মাতারা। কিন্তু বেশ কিছুদিনের বিরতির পর শিল্পা নিজেই ফের শুটিংয়ে যোগ দিলেন। ১৮ অগাস্ট শুটিংয়ে ফিরেছেন তিনি।
কাজে ফিরলেও শিল্পার আগের ও এখনকার অবস্থার মধ্যে ফারাক চোখে পড়েছে নেটিজেনদেরও। ভ্যানিটি ভ্যান থেকে নেমে শুটিং ফ্লোরের দিকে হাঁটার সময় প্রথমে ক্যামেরার দিকে তাকানইনি অভিনেত্রী। পরে তাকালেও তাঁর আগের সেই প্রাণোচ্ছ্বলতা আর খুঁজে পাওয়া গেল না। ম্লান।হাসি হেসে ফের মুখ নামিয়ে নিলেন শিল্পা।
এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য, রাজ নষ্ট করে দিয়েছেন শিল্পার কেরিয়ার। শুটিংয়ে ফিরলেও আগের সেই চার্ম তাঁর মধ্যে আর পাওয়া যাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান নেটনাগরিকেরা। তবে কঠিন সময়ের মধ্যেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন শিল্পা তাকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা।
https://www.instagram.com/p/CStWn_pK3ma/?utm_medium=copy_link
অপরদিকে কিছুদিনের জন্য স্বস্তি পেয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। পর্নোগ্রাফি মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আগামী শুনানির দিন অর্থাৎ ২৫ অগাস্ট পর্যন্ত তাঁকে আর গ্রেফতার করা যাবে না। যদিও অপর একটি পর্ন মামলায় এখনো পর্যন্ত জেলবন্দিই রয়েছেন রাজ।