বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে গ্রেফতার বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম হেভিওয়েট তারকার সন্তান। বিলাসবহুল ক্রুজ পার্টিতে মাদক সেবনের অভিযোগে NCB র হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খান (shahrukh khan) পুত্র আরিয়ান খান (aryan khan)। এই খবর নিয়েই আপাতত শোরগোল চলছে ইন্ডাস্ট্রি তথা সোশ্যাল মিডিয়ায়। আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটনাগরিকরা।
একটা বড় অংশ শাহরুখের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়ে তাঁর হয়ে সুর চড়াচ্ছে এবং অপর অংশ নেশাখোর বলিউড তারকাদের বয়কটের ডাক তুলেছে। এরই মাঝে কিছু মানুষ এই ঘটনাতেও ধর্মকে টেনে এনেছেন। তাদের অভিযোগ, শাহরুখ খান মুসলিম ধর্মাবলম্বী তাই ইচ্ছাকৃত ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। সংখ্যালঘুদের উপর অন্যায়ের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানাতে দেখা গিয়েছে তাদের।
জানিয়ে রাখি, শাহরুখ মুসলিম ধর্মাবলম্বী হলেও তাঁর স্ত্রী গৌরি খান হিন্দু। তিন ছেলে মেয়ে আরিয়ান, সুহানা এবং আব্রাম বাবার মতো খান পদবী ব্যবহার করলেও একবার একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ছেলেমেয়েদের যে কোনো পদবী গ্রহণ করার ছাড় দিয়েছেন তিনি। সব ধর্মের উপরে উঠে নিজেকে মানুষ বলে পরিচয় দিক তারা, এটাই শিখিয়েছেন তিনি।
কিন্তু কিং খানের এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ধর্ম নিয়ে দড়ি টানাটানিও শুরু হয়ে গিয়েছে। টুইটারে ট্রেন্ড করছে ‘হ্যাশট্যাগ উই স্ট্যান্ড উইথ এসআরকে’। ইন্ডাস্ট্রির অনেককেই এই সময়ে পাশে পেয়েছেন অভিনেতা। সলমন খান নিজে এসেছেন মন্নতে তাঁর সঙ্গে দেখা করতে। টুইটে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পূজা ভাট।
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে একটি বিলাসবহুল ক্রুজ থেকে হাতেনাতে পাকড়াও করা হয় কিং খান পুত্র সহ ১০ জনকে। টানা ১৬ ঘন্টা জেরার পর আরিয়ান সহ আরো দুজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
জেরায় আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করা হয়েছে NCB র তরফে। ক্রুজ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ক্রুজে উপস্থিত মেয়েদের স্যানিটারি প্যাডের মধ্যে, ওষুধের বাক্সে, পোশাক এমনকি অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক লুকনো ছিল।
ওই ক্রুজটি মুম্বই থেকে গোয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। এই পরিমাণ মাদক ওখানে কোথা থেকে এল সেটাই জানার চেষ্টা চলছে। ৪ ঠা অক্টোবরই অভিযুক্তদের আদালতে তোলা হবে। তখন আরিয়ানের জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে।