এইসব ওয়েব সিরিজই যৌনতার বিষ ছড়ায়, ‘মৌ বৌদি’ রূপী মনামীকে তীব্র আক্রমণ নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ওয়েব সিরিজে অভিষেক করতে এসেই ঝামেলায় পড়লেন অভিনেত্রী মনামী ঘোষ। (monami ghosh) হইচই এর নতুন ওয়েব সিরিজ (web series) ‘মৌচাক’এ (mouchak) মৌ বৌদি (mou boudi) রূপে আসতে চলেছেন মনামী। হাসিখুশি মিষ্টি মেয়ের খোলস ছেড়ে লাস‍্যময়ী বৌদি রূপে ইতিমধ‍্যেই নেটিজেনদের মনে ঝড় তুলেছেন তিনি। আবার এমন ‘যৌনগন্ধী’ চরিত্রের জন‍্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে মনামীকে।

সোশ‍্যাল মিডিয়ায় মৌ বৌদি রূপে একটি ছবি শেয়ার করেছিলেন মনামী। ছবিতে দেখা যাচ্ছে একটি বন্ধ দরজার সামনে হাতে তালা ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক‍্যাপশনে মনামীর প্রশ্ন, ‘এই তালার চাবি কার কার কাছে?!’ অভিনেত্রীর এই প্রশ্নে অন‍্যরকম ইঙ্গিত খুঁজে পেয়েছেন নেটজনতার একাংশ।


আর নিজেদের কমেন্টে সেই ‘বিকৃত রুচি’র ই পরিচয় দিয়েছেন। কয়েকজন কমেন্ট করেছেন, ‘চাবি আমার কাছে আছে। তোমার তালা আমি খুলে দেব’। আবার অনেকের মতে এই ধরনের ওয়েব সিরিজ ও চরিত্রগুলিই উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ‍্যে নিষিদ্ধ যৌনতার বিষ ছড়ায়।

https://www.instagram.com/p/CP-2NfFr1CC/?utm_medium=copy_link

অতি সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে মনামীর প্রথম ওয়েব সিরিজ ‘মৌচাক’ এর ট্রেলার। আপাতত এই ট্রেলার নিয়েই চর্চায় রয়েছেন মনামী। ট্রেলার দেখে স্পষ্ট কমেডি, লাস‍্য ও রহস‍্যের জমজমাট কাহিনি নিয়ে আসছে অভিনেত্রী। গল্পের নায়িকা মৌ বৌদির চরিত্রে রয়েছেন মনামী। তাঁর স্বামীর ভূমিকায় কাঞ্চন মল্লিক। অপরদিকে সিরিজে ঠাকুরপোদের চরিত্রে দেখা যাবে সৌরভ চ‍ট্টোপাধ‍্যায়, উজান চট্টোপাধ‍্যায়, দেবপ্রিয় মুখোপাধ‍্যায় ও সুহার্ত্র মুখোপাধ‍্যায়কে।


ওয়েব সিরিজটির প‍রিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। কাহিনি লিখেছেন সাহানা দত্ত। কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে টিজার শেয়ার করেছিলেন মনামী। হাতে গুলতি নিয়ে টিপ করে একের পর এক বোতল ফেলতে দেখা গিয়েছে মনামীকে। এক একটি বোতলে একেকজনের ছবি। কিন্তু লটারির টিকিট লাগানো বোতলে এসেই আটকে গিয়েছেন তিনি। এই লটারির টিকিটটি নিয়েই আর কী কী গণ্ডগোল হয় তা দেখার জন‍্য অবশ‍্য ১৮ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন থেকেই হইচইতে শুরু হবে মৌচাকের সম্প্রচার।

X